• আয় কমে যাচ্ছে, মন্ত্রিত্ব ছাড়তে চান মোদি সরকারের এই মন্ত্রী!
    প্রতিদিন | ১৩ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয় কমে যাচ্ছে, এই অজুহাতে মন্ত্রিত্ব ছাড়তে চলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপি। এমনকী দলকে (বিজপি) তাঁর পরিবর্ত হিসাবে রাজ্যসভার সদস্য সি সদানন্দন মাস্টার-এর নাম প্রস্তাবও করেছেন তিনি। হঠাৎ কেমন বললেন কেন্দ্রীয় মন্ত্রী? তাঁর আয় কমে যাচ্ছেই বা কেন?

    সম্প্রতি একটি দলীয় সভায় যোগ দেন গোপি, যেখানে সদানন্দনও উপস্থিত ছিলেন। গোপি বলেন, রাজ্যসভায় এই প্রবীণ নেতার মনোনয়ন উত্তর কান্নুর জেলার রাজনীতিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এরপরই তিনি বলেন, “আমি এখানে আন্তরিকতার সঙ্গে বলছি যে আমাকে অপসারণের পর সদানন্দন মাস্টারকে (কেন্দ্রীয়) মন্ত্রী করা উচিত। আমি বিশ্বাস করি তা কেরলের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় হয়ে উঠবে।” উল্লেখ্য, সুরেশ গোপি কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও পর্যটন প্রতিমন্ত্রী। তিনি দাবি করেন, সদানন্দনের সাংসদের দপ্তরটি শীঘ্রই মন্ত্রীর দপ্তরে পরিণত হবে। কিন্তু আয় কমে যাওয়ার কথা কেন বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী?

    দক্ষিণী বিনোদুনিয়ার একাধিক অভিনেতার মতোই সিনে ইন্ডাস্ট্রি থেকে রাজনীতিতে এসেছেন সুরেশ গোপি। ২০১৬ সালের অক্টোবর মাসে তিনি বিজেপিতে যোগ দেন। যদিও এখন গোপি বলছেন, “আমি সিনেমা ছেড়ে মন্ত্রী হতে চাইনি।” উল্লেখ্য, বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিজের পরিবর্ত হিসাবে যার নাম প্রস্তাব করছেন সেই সদানন্দন মাস্টার কুন্নুর জেলার প্রবীণ নেতা। রাজনৈতিক হিংসার শিকার তিনি। ১৯৯৪ সালে সিপিআই কর্মীদের হামলায় দুই পা খোয়ান সদানন্দন।
  • Link to this news (প্রতিদিন)