• কথামতো কাজ, উত্তরবঙ্গ পৌঁছেই বিপদে ‘ত্রাতা’ ৮ জনকে পুরস্কার দিলেন মমতা
    প্রতিদিন | ১৩ অক্টোবর ২০২৫
  • রাজ কুমার, আলিপুরদুয়ার: ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। জলের তোড়ে ভেসে গিয়েছে ঘরবাড়ি থেকে রাস্তা, সেতু। সর্বহারা বহু মানুষ। এই অবস্থায় বিপন্ন উত্তরবঙ্গবাসীকে বাঁচাতে অনেকেই প্রাণের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই ভালো কাজের স্বীকৃতি পেলেন তাঁরা। রবিবার উত্তরবঙ্গ যাওয়ার আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, বিপর্যয় মোকাবিলায় ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে। সে কথাই রাখলেন তিনি। বিকেলে আলিপুরদুয়ারে পৌঁছেই বিপর্যয় মোকাবিলায় কাজ করা ৮ জনকে পুরস্কৃত করলেন। তাঁদের হাতে তুলে দেওয়া হল সরকারি শংসাপত্র। জেলা প্রশাসন সূত্রে খবর, আরও কয়েকজনকে এভাবে পুরস্কৃত করা হবে।

    রবিবার বিকেলে আলিপুরদুয়ারের হাসিমারায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বন্যায় ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার পুনর্গঠনের কাজ কেমন চলছে, তা নিয়ে এদিনই জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। জানতে চান, কারা বিপদে ঝাঁপিয়ে পড়ে দিনরাত কাজ করেছেন। এরপরই তাঁদের ডেকে পুরস্কার স্বরূপ সরকারি শংসাপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘যোদ্ধা’ বলে তাঁদের কাজের প্রশংসা করেন, উৎসাহ দেন। জানা গিয়েছে, এঁদের মধ্যে ৩ জন জেলা বিপর্যয় মোকাবিলার দলের সদস্য। বাকি ৫ জন বিভিন্ন দপ্তরের কর্মী।

    এনিয়ে আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা জানিয়েছেন, ”এঁদের মুখ্যমন্ত্রী নিজে পুরস্কৃত করেছেন। পরে এই দলে অন্যান্যদেরও পুরস্কৃত করা হবে।” সূত্রের খবর, আরও তিনজনকে সরকার পুরস্কার দেবে। তবে এমন দুঃসময়ে যাঁরাই অন্যদের বিপদে ত্রাতা হয়ে দাঁড়িয়েছেনে, সকলকে চিহ্নিত করে সরকারি স্বীকৃতি ও উৎসাহ স্বরূপ দেওয়া হবে সার্টিফিকেট। কোনও নির্দিষ্ট পেশার কাউকে নয়, স্থানীয় মানুষজনও অন্যদের বাঁচাতে ঝাঁপিয়েছেন। তাঁরাই একইরকম কৃতিত্বের অধিকারী। মুখ্যমন্ত্রী নিজে তাঁদের পুরস্কৃত করবেন।
  • Link to this news (প্রতিদিন)