ভর সন্ধ্যায় বর্ধমান স্টেশনে দুর্ঘটনা, হুড়োহুড়িতে পদপিষ্ট অন্তত ৭
প্রতিদিন | ১৩ অক্টোবর ২০২৫
অর্ক দে, বর্ধমান: ছুটির সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনা বর্ধমান স্টেশনে। ট্রেন ধরতে যাত্রীদের ভিড়ে হুড়োহুড়িতে পদপিষ্ট অন্তত ৭। তাঁদের সকলকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলছে আহতদের। ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছেন বর্ধমান স্টেশনে। এই দুর্ঘটনার জেরে ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে বলে খবর। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু হয়েছে বলেত জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
জানা যাচ্ছে, রবিবার সন্ধ্যায় প্রায় একই সময়ে বর্ধমান স্টেশনের ৪, ৬ ও ৭ নং প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল তিনটি ট্রেন। ওই ট্রেন ধরার জন্য তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিলেন যাত্রীরা। সংকীর্ণ সিঁড়িতে ভিড় বাড়তে থাকে। তাতেই পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। একে একে আহত হন অন্তত ৭ জন। তীব্র আতঙ্ক তৈরি হয় স্টেশনে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে রেলের তরফে উদ্ধারকারী দল গিয়ে উদ্ধারকাজে হাত লাগায়। আহতদের ভর্তি করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।
কয়েক বছর আগে এই বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে প্রাণহানির ঘটনা ঘটে। তারপর স্টেশনের নিরাপত্তা ও যাত্রীদের ভিড় সামলাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। প্ল্যাটফর্ম বাড়ানোর পাশাপাশি এস্কেলেটর বসানো হয়। কিন্তু অভিযোগ, ১ নম্বর প্ল্যাটফর্ম ছাড়া অন্য সব প্ল্যাটফর্মের এস্কেলেটর অচল। ফলে সিঁড়ি দিয়েই যাতায়াত করতে হয় যাত্রীদের। আজও তেমনই পরিস্থিতি হয়েছিল। জানা যাচ্ছে, ৪ ও ৫ নং প্ল্যাটফর্মের সংযোগকারী সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে।তবে রেল সূত্র জানা গিয়েছে, এধরনের দুর্ঘটনা এড়াতে আরও সতর্কতা অবলম্বন করা হবে। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে আতঙ্কিত যাত্রীদের পরিবার। সকলেই নিজের প্রিয়জনদের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন।