• ‘বাংলাদেশি’ বলে ওড়িশায় মার মুর্শিদাবাদের যুবককে! বাড়ি ফিরেও পিছু ছাড়ছে না আতঙ্ক
    প্রতিদিন | ১৩ অক্টোবর ২০২৫
  • কল্যাণ চন্দ, বহরমপুর: ফের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে বিজেপিশাসিত রাজ্যে বাংলার এক যুবককে বেধড়ক মার! ফের প্রতিবেশী ওড়িশা রাজ্যে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। গুরুতর চোট, আঘাত নিয়ে কোনওরকমে ওই রাজ্য থেকে বাড়িতে পালিয়ে এসেছেন তিনি। এখন তিনি বাড়িতেই চিকিৎসাধীন। ঘটনায় প্রবল আতঙ্কে ওই যুবক। প্রসঙ্গত, ওড়িশাতে এর আগেও একাধিক বাংলার পরিযায়ী শ্রমিক একইভাবে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ।  

    জানা গিয়েছে, মুর্শিদাবাদের নওদা থানার গোঘাট এলাকার বাসিন্দা পেশায় ফিরিওয়ালা নাসিরউদ্দিন বিশ্বাস। গত আটবছর ধরে তিনি ওড়িশাতেই থাকেন। সেখানেই তিনি জিনিসপত্র ফিরি করেন। মাঝেমধ্যে মুর্শিদাবাদের বাড়িতে আসেন। ওড়িশার জেলার সিংহাই গ্রামের একটি ভাড়াবাড়িতে থাকতেন তিনি। অভিযোগ, গত মঙ্গলবার বিকেলে কয়েকজন ব্যক্তি তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে।

    হামলাকারীদের পা ধরে ক্ষমা চাইলেও সেসময় রেহাই মেলেনি! এমনই জানিয়েছেন নাসিরউদ্দিন বিশ্বাস। বেধড়ক মারের ফলে শরীরের একাধিক জায়গায় রক্ত জমে যায়। অভিযোগ, গাছের ডাল দিয়ে মারা ছাড়াও যথেচ্ছ চড়, লাথি, ঘুসি মারা হয়েছে। হামলার পর দাঁড়ানোর শক্তি পর্যন্ত ছিল না। সেই অবস্থায় কোনওমতে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন ওই যুবক। পরে দিন কয়েক আগে মুর্শিদাবাদের নিজের বাড়িতে জখম অবস্থায় হাজির হয়েছেন তিনি। স্থানীয় হাসপাতালে চিকিৎসাও করাচ্ছেন তিনি। এখনও শরীরের একাধিক জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে।

    আতঙ্ক পিছু ছাড়ছে না তাঁর। নাসিরউদ্দিন জানিয়েছেন, ওড়িশার ওই ভাড়াবাড়িতে প্রায় লাখখানেক টাকার ফিরি করা জামাকাপড় রয়েছে। কিছুই নিয়ে আসতে পারেননি তিনি। সুস্থ হলে সেসব ওড়িশা থেকে নিয়ে আসবেন। ওড়িশায় আর কাজ করবেন না বলে খবর। বাড়ির লোকজন চাইছেন, এলাকাতেই এখন থেকে কাজ করুক তিনি।
  • Link to this news (প্রতিদিন)