• ‘বিজেপিকে চড় মেরে বুঝিয়ে দিতে হবে…’, ফের স্বমেজাজে অনুব্রত
    প্রতিদিন | ১৩ অক্টোবর ২০২৫
  • দেব গোস্বামী, বোলপুর: বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে বলাই যায়। নিজেদের মতো করে রণকৌশল ঠিক করে ফেলেছে রাজনৈতিক দলগুলি। এসবের মাঝেই দীর্ঘদিন পর স্বমেজাজে ধরা দিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কর্মীদের বেঁধে দিলেন টার্গেট। সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে তাঁর সাফ নির্দেশ, “৬০ হাজার ভোটে লিড লিড দিতেই হবে।” ভোটবাক্সে বিজেপিকে ‘চড়’ মারার নিদান দিলেন কেষ্ট।

    বীরভূমের ভোটের রণকৌশল কী হবে তা নিয়ে বরাবরই অনুব্রত মণ্ডলের উপর আস্থা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গত আড়াই বছরে বদলেছে ছবি। অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর বীরভূম পরিচালনার দায়িত্বে কোর কমিটি। তিহাড় থেকে ফিরে অনুব্রত ফের রাজনীতিতে সক্রিয় হলেও পরিস্থিতি এখন অনেকটাই অন্যরকম। তবে ইলামবাজারের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান থেকে অনুব্রত বুঝিয়েদিলেন, তিনি একইরকম রয়েছেন।

    বীরভূমের তৃণমূলের কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল এদিন কর্মীদের উদ্দেশ্যে বলেন, “ইলামবাজারে ৬০ হাজার ভোটে লিড দিতে হবে। এনআরসির মাধ্যমে অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাই সংগঠনকে আরও শক্ত করতে হবে। বিজেপিকে চড় মেরে বুঝিয়ে দিতে হবে ভোটবাক্সে। পাশাপাশি তিনি আরও বলেন, “২০২৬ সালের নির্বাচন খুব কঠিন হবে। তাই এখন থেকেই সবাইকে সিরিয়াস হতে হবে।” সব মিলিয়ে অনুব্রত বুঝিয়ে দিলেন, পরিস্থিতি যাই হোক, একই শক্তিতে লড়ার জন্য প্রস্তুত তিনি। তাঁর এই বক্তব্যে আরও চাঙ্গা কর্মী-সমর্থকরা।
  • Link to this news (প্রতিদিন)