কবে খুলবে কবি সুভাষ মেট্রো স্টেশন? আপডেট দিলেন মেট্রো কর্তা
প্রতিদিন | ১৩ অক্টোবর ২০২৫
নব্যেন্দু হাজরা: কলকাতা মেট্রোর ব্লু লাইনে দক্ষিণ প্রান্তের সর্বশেষ স্টেশন হিসেবে যার পরিচিতি ছিল কয়েকদিন আগেও, সেই কবি সুভাষ স্টেশন আপাতত বন্ধ। তার পিলারে ফাটল দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে গত জুলাই মাস থেকে আর মেট্রো ওই স্টেশন পর্যন্ত যাচ্ছে না। মেরামতিতে কাজ চলছে দ্রুতগতির সঙ্গে। যাত্রীদের মনে প্রশ্ন, ফের কবে চালু হবে এই মেট্রো স্টেশনটি। এই প্রশ্নের জবাব এবার মিলল খোদ মেট্রো কর্তার কাছেই। শনিবার এক অনুষ্ঠানে কলকাতা মেট্রোর নতুন জেনারেল ম্যানেজার জানালেন, এখনও ৬ থেকে ৭ মাস সময় লাগবে কাজ শেষ হতে। অর্থাৎ চলতি বছর কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে পরিষেবা মিলবে না, তা স্পষ্ট। এবং তা চালু হতে হতে আগামী বছর হবে।
গত ২৮ জুলাই কবি সুভাষ মেট্রো স্টেশনের একটি পিলারে ফাটল দেখা যায়। এই স্টেশনটি মাটির উপরে প্রায় ২১ টি পিলারের উপর তৈরি। একে একে চারটি পিলারে সেই ফাটল স্পষ্ট হয়। ফলে রাতারাতিই মেট্রো চলাচল বন্ধ করে তা মেরামতির কাজ শুরু হয়। স্টেশনের কাঠামো ফের পরীক্ষা করতে সমীক্ষা শুরু করে দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থা।
জানা গিয়েছে, যে সমীক্ষক সংস্থা এই কাজ করছিল, তারা রিপোর্ট জমা দিয়েছে। গোটা স্টেশনটি ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। কিন্তু সেই কাজ কত তাড়াতাড়ি শেষ হবে, যাত্রীদের প্রশ্ন এখন সেটাই। কারণ, ব্লু লাইনের দক্ষিণ প্রান্তে শেষ স্টেশন হিসেবে এই মেট্রো স্টেশনটি গড়িয়ার বিস্তীর্ণ এলাকা সংযোগকারী। এখানে প্রচুর মানুষের যাতায়াত। স্টেশনটি বন্ধ হওয়ায় তাঁরা সমস্যায় পড়েছেন। যদিও এখান থেকে নিকটবর্তী মেট্রো স্টেশন শহিদ ক্ষুদিরাম যেতে বাস, অটো পরিষেবা আছে।
কলকাতা মেট্রোর নতুন জেনারেল ম্যানেজার শুধাংশু শেখর মিশ্র জানিয়েছেন, এই কাজ করতে সময় লাগবে। ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে তা শেষ হবে। তিনি আরও জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে এই কাজে আরও গতি আসবে। শহিদ ক্ষুদিরামের স্টেশনের পর যে ক্রসওভার তৈরি করার কথা, তাও আগামী সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন তিনি। গোটা কাজে খরচ হবে প্রায় সাড়ে ৯ কোটি টাকা।