• খগেনের ওপর হামলা, শুভেন্দু অধিকারীর নিরাপত্তা আরও বাড়াচ্ছে কেন্দ্র
    হিন্দুস্তান টাইমস | ১৩ অক্টোবর ২০২৫
  • উত্তরবঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নতুন করে খতিয়ে দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষের উপর আক্রমণের ঘটনার পর আবার সামনে এসেছে শুভেন্দুর নিরাপত্তা ইস্যু। কয়েক সপ্তাহ আগেই কোচবিহারে সফরের সময় শুভেন্দুর গাড়িকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল, যার জেরে তিনি নিজেও অভিযোগ করেছিলেন প্রাণঘাতী আক্রমণের প্রচেষ্টা চলছে।


    এ পরিস্থিতিতে বিজেপির রাজ্যস্তরের কর্মী-সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। সংগঠনের নিচুতলা থেকে প্রশ্ন উঠছিল দলের অন্যতম মুখ শুভেন্দুর নিরাপত্তা কেন যথেষ্ট মজবুত নয়? এই প্রেক্ষিতে নর্থ ব্লক সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক ইতিমধ্যেই শুভেন্দুর নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্তের পথে এগোচ্ছে। আপাতত আলোচনা চলছে সর্বভারতীয় পর্যায়ে তাঁর জন্য স্থায়ী জেড ক্যাটেগরি নিরাপত্তা চালু করার বিষয়ে। শুভেন্দু অধিকারী ২০২০ সালের ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই কেন্দ্রীয় নিরাপত্তার আওতায়। প্রথমে ওয়াই প্লাস, পরে রাজ্যজুড়ে বিভিন্ন হামলার ঘটনার কারণে তাঁকে দেওয়া হয় জেড ক্যাটেগরি সিকিউরিটি। কিন্তু অভিযোগ, পশ্চিমবঙ্গের বাইরে গেলে সর্বত্র সে পর্যায়ের সুরক্ষা মিলত না। এমনকি মহারাষ্ট্র, ঝাড়খণ্ড বা দিল্লিতে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার সময়ও তাঁর নিরাপত্তা কমানো থাকত। সেই ঘাটতিই এবার পূরণ করতে চলেছে কেন্দ্র।

    কোচবিহার সফরের দিন গাড়ির ভিড় ও উত্তেজনার মধ্যে শুভেন্দু অধিকারী পরে মন্তব্য করেছিলেন, বুলেটপ্রুফ গাড়ি না থাকলে তিনি বেঁচে ফিরতেন না। এই বক্তব্য নবান্ন ও দিল্লি দুই জায়গাতেই প্রতিক্রিয়া তৈরি করে। জানা গিয়েছে, ঘটনার কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং পরবর্তীতে শুভেন্দুর কাছ থেকেও বিস্তারিত রিপোর্ট নেন। স্বরাষ্ট্র মন্ত্রকের নিরাপত্তা মূল্যায়নে বলা হয়েছে, শুভেন্দু শুধুমাত্র রাজ্যের রাজনীতিতে নয়, বিভিন্ন রাজ্যের বিজেপি সংগঠনে গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন। সে কারণেই তাঁর সফরস্থলের ঝুঁকি আগের তুলনায় অনেক বেশি। ফলে যে-কোনও রাজ্যে রাজনৈতিক কর্মসূচিতে গেলে স্থায়ীভাবে জেড ক্যাটেগরি নিরাপত্তা নিশ্চিত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অনুমান, দীপাবলির আগেই স্বরাষ্ট্র মন্ত্রক আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)