আজকাল ওয়েবডেস্ক: প্রেস কনফারেন্সে মহিলা সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করা নিয়ে তৈরি হয়েছিল প্রবল বিতর্ক। তার মধ্যেই এবার পরিস্থিতি ঠাণ্ডা করতে মহিলা সাংবাদিকদের ডেকে আরও একটি সাংবাদিক সম্মেলন করা হল আফগানিস্তানের তরফে। নয়াদিল্লিতে সফররত আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি রবিবার আবারও এক সাংবাদিক সম্মেলন করেন।
সেখানে এবার আমন্ত্রণ জানানো হয় মহিলা সাংবাদিকদেরও। আগের প্রেস ব্রিফিংয়ে মহিলা সাংবাদিকদের বাদ দেওয়ায় প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন তালিবান সরকারের এই শীর্ষ নেতা। গত ১০ অক্টোবরের সেই পুরুষ-সাংবাদিকদের নিয়ে আয়োজিত একমাত্রিক সংবাদ সম্মেলনের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই দেশ-বিদেশের সাংবাদিক সংগঠন, মহিলা অধিকার কর্মী এবং বিরোধী নেতারা তীব্র নিন্দা জানান।
এমনকি, এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওমেন্স প্রেস কর্পস (IWPC) যৌথভাবে এক বিবৃতিতে ঘটনাটিকে ‘চরম বৈষম্যমূলক’ বলে আখ্যা দেয়। তারা জানায়, ‘কোনও কূটনৈতিক সুবিধা বা ভিয়েনা কনভেনশনের বিধানকে ঢাল করে মহিলা সাংবাদিকদের বাদ দেওয়া ন্যায্য নয়।’ প্র
চণ্ড সমালোচনার পর মুত্তাকির দপ্তর নতুন আমন্ত্রণপত্র জারি করে জানায়, রবিবারের সংবাদ সম্মেলন হবে ‘সমন্বিত ও উন্মুক্ত’, যেখানে সকল সংবাদমাধ্যমের প্রতিনিধি অংশ নিতে পারবেন। রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুত্তাকি আগের বিতর্কিত প্রেস কনফারেন্স নিয়ে বলেন, ‘ওটা কোনও ইচ্ছাকৃত ঘটনা ছিল না, বরং প্রযুক্তিগত সমস্যার কারণে এমনটা হয়েছে।’
তিনি ব্যাখ্যা করেন, ‘প্রেস কনফারেন্সটি খুব অল্প সময়ের মধ্যে আয়োজন করা হয়েছিল। সীমিত সংখ্যক সাংবাদিককে তালিকাভুক্ত করা হয়েছিল। এটি ছিল একটি ‘শর্ট লিস্ট’, এবং সেটি কেবল প্রযুক্তিগত সিদ্ধান্ত ছিল, অন্য কোনও উদ্দেশ্য ছিল না।’
মুত্তাকি আরও বলেন, ‘আমাদের হাতে সময় কম ছিল, তাই কেবল কয়েকজন সাংবাদিককেই ডাকা হয়েছিল। তবে আমি বিশ্বাস করি, কারও অধিকার মহিলা বা পুরুষ কখনওই বঞ্চিত হওয়া উচিত নয়।’ তালিবান সরকারের উচ্চপদস্থ এই নেতা ২০২১ সালে আফগানিস্তানে তালিবান সরকারের পুনরুত্থানের পর এই প্রথমবারের মতো সরকারি সফরে ভারতে এসেছেন।
বৃহস্পতিবার তিনি নয়াদিল্লিতে পৌঁছান এবং শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য, মানবিক সহায়তা এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে বৈঠক করেন। মুত্তাকির এই সফর এমন সময়ে হচ্ছে, যখন তালিবান প্রশাসন মহিলা শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণে আরোপিত নিষেধাজ্ঞার জন্য আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।