• নৌকা থেকে নিতম্ব বার করে কোৎ দিচ্ছেন বিদেশি মহিলা, মল পড়ছে উদয়পুর হ্রদে? ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া, শেষে এল সাফাই...
    আজকাল | ১৩ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: উদয়পুরের এক হ্রদে এক বিদেশি মহিলার শৌচকর্ম করার একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে তীব্র ক্ষোভ ও বিভ্রান্তির জন্ম দিয়েছে। যদিও ভিডিওতে থাকা ওই মহিলা এ বার নিজেই আসরে নেমে জানিয়েছেন, ভিডিওটি আদৌ ভারতের নয়।

    'স্বদেশি' নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে শেয়ার করা ওই ছোট ভিডিওতে দেখা যায়, এক মহিলা একটি নৌকার কিনারায় বসে হ্রদের জলেই শরীরী বর্জ্য ত্যাগ করছেন। আর তাঁর পাশেই সাঁতার কাটছিল একটি কুমির। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, "ওকে কি দেশ থেকে বার করে দেওয়া যায়!" এর উপরে লেখা একটি টেক্সট-এ দাবি করা হয়, "আমেরিকান পর্যটককে উদয়পুরের হ্রদে নৌকো থেকে মলত্যাগ করতে দেখা গেল!"

    ভিডিওটি ভাইরাল হতেই বহু নেট ব্যবহারিক তীব্র ক্ষোভ ও অবিশ্বাস প্রকাশ করেন। তাঁরা ধরেই নিয়েছিলেন, ঘটনাটি উদয়পুরের।

    এই সমালোচনার মধ্যেই, ভিডিওতে থাকা যুবতী, অস্ট্রেলিয়ার ইনফ্লুয়েন্সার এলি-জিন কফি, আসল ঘটনা স্পষ্ট করতে তাঁর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ওই একই ক্লিপটি পোস্ট করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, "আমি সত্যিটা স্পষ্ট করে দিচ্ছি। আমি একজন অস্ট্রেলিয়ান। এটি অস্ট্রেলিয়ার প্রত্যন্ত এলাকা। ভারতে নয়।"

    তিনি আরও যোগ করেছেন যে ভিডিওটি উদয়পুরে নয়, অস্ট্রেলিয়াতেই তোলা হয়েছিল। তাঁর পোস্ট করা ভিডিওর উপর লেখা ছিল, "কুমিরটা প্রায় আমাকে ধরেই ফেলেছিল।"

    ঘটনা স্পষ্ট হওয়ার পরেও, এই কাণ্ডকারখানা নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। বহু ব্যবহারকারী এই ধরনের কাজে ন্যূনতম শালীনতা ও নাগরিক বোধের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এক জন মন্তব্য করেছেন, "নাগরিক সচেতনতার মৃত্যু হল এখানে।" আর এক জন লিখেছেন, "এটা জলদূষণ।" অন্য এক জনের রসিকতা, "হে ভগবান, পড়ে যেও না যেন।"

    অনেকে আবার তথ্যের এই বিকৃতি নিয়েও হতাশা প্রকাশ করেছেন। এক ব্যবহারকারী লেখেন, "এটা মোটেই ভাল কাজ নয়, তবে সত্যিটা স্পষ্ট করার জন্য ধন্যবাদ।" অন্য এক জনের মন্তব্য, "কাজটা যদি কোনও ভারতীয় করত, তা হলে মন্তব্যগুলো সম্পূর্ণ অন্য রকম হত।"
  • Link to this news (আজকাল)