• যোগী আদিত্যনাথও অনুপ্রবেশকারী, তোপ অখিলেশের
    বর্তমান | ১৩ অক্টোবর ২০২৫
  • লখনউ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করলেন সমাজবাদী পার্টির (সপা) সভাপতি অখিলেশ যাদব। যোগীকে ‘অনুপ্রবেশকারী’ বলে তোপ দাগলেন তিনি। শুধু তাই নয়, উত্তরাখণ্ডের সঙ্গে সম্পর্ক থাকায় মুখ্যমন্ত্রীকে সেখানে ফেরত পাঠানো উচিত বলেও মন্তব্য করেন সপা সভাপতি। রবিবার লখনউয়ে সমাজতান্ত্রিক নেতা রামমোহন লোহিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অখিলেশ। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, অনুপ্রবেশকারী নিয়ে ভুয়ো তথ্য দিয়ে বিজেপি জনগণকে বিভ্রান্ত করছে। পদ্মশিবিরের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও একজন অনুপ্রবেশকারী। তিনি উত্তরাখণ্ড থেকে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন। আমাদের উচিত তাঁকে পুনরায় উত্তরাখণ্ডে ফেরত পাঠানো। অখিলেশের আরও অভিযোগ, যোগী বিজেপির সদস্যই নন। তিনি হিন্দু যুব বাহিনী থেকে এসেছেন। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছিলেন, কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনীতি করছে। যোগীকে আক্রমণ করে অখিলেশ পরোক্ষে অমিত শাহকে জবাব দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
  • Link to this news (বর্তমান)