• তেলেঙ্গানায় আত্মহত্যা পুলিশকর্মীর, চাঞ্চল্য
    বর্তমান | ১৩ অক্টোবর ২০২৫
  • হায়দরাবাদ: হরিয়ানার পর তেলেঙ্গানা। আত্মঘাতী আরও এক পুলিশ কর্মী। শনিবার দুপুর দেড়টা নাগাদ নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সূর্যপেট জেলার পুলিশ কর্মী সত্যনারায়ণ (৫৪)। তিনি স্পেশাল ব্রাঞ্চ ইউনিটের অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন বিকেলে তাঁর দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। জানা গিয়েছে, গত বছর দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। তারপর থেকেই ক্রমাগত তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এ কারণে দীর্ঘদিন মানসিকভাবে বিপর্যস্তও ছিলেন তিনি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, স্বাস্থ্যগত কারণেই তিনি আত্মহত্যা করেছেন। একটি মামলা দায়ের করে বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কয়েকদিন আগেই হরিয়ানার আইপিএস অফিসার ওয়াই পুরন কুমার আত্মঘাতী হন। সুইসাইড নোটে পদস্থ কর্তাদের বিরুদ্ধে  জাতিগত বৈষম্য ও নিগ্রহের অভিযোগ তুলেছেন তিনি।
  • Link to this news (বর্তমান)