নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শেষ শুনানি হয়েছিল ২০১৯ সালের ২৯ নভেম্বর। রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমারের বিরুদ্ধে জামিন বাতিলের মামলা দায়ের করেছে সিবিআই। বিবাদী রাজীব কুমারকে জবাব দেওয়ার নোটিস ইস্যু করেছিল সুপ্রিম কোর্ট। আজ সোমবার এতদিন পর সেই মামলা ফের শুনানির জন্য তালিকাবদ্ধ হয়েছে। দেশের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে প্রথম মামলা। যদিও জবাব দেওয়ার জন্য সময় চাওয়া হবে বলেই জানা গিয়েছে।
সারদা চিটফান্ড মামলার তদন্তে রাজ্যের গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (এসআইটি) সদস্য ছিলেন বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার। ২০১৪ সালে সুপ্রিম কোর্ট মামলা সিবিআইয়ের হাতে সঁপে দেয়। তারই তদন্তে সিবিআইয়ের অভিযোগ, রাজীব কুমার সহযোগিতা করছেন না। যদিও রাজীব কুমারের দাবি, তিনি পূর্ণ সহযোগিতা করেছেন। তারই পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে তাঁকে আগাম জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে এসেছে সিবিআই।