লখনউ: উত্তরপ্রদেশে দলিত পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ১৭ বছর বয়সি একাদশ শ্রেণির ওই পড়ুয়াকে ধর্ষণ করে পাঁচ দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই দু’জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। পরে গভীর রাতে গ্রেফতার করা হয় আরও দু’জনকে। তবে এই দু’জনকে গ্রেফতার করতে অনেক কাঠখড় পোড়াতে হয়। কৃষ্ণনগরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ বিকাশ কুমার পান্ডে জানান, বানতারা রেল স্টেশনের কাছে দুই সন্দেহভাজনের উপস্থিতির খবর পেয়ে পুলিশের একটি টিম হাজির হয়। তখন সন্দেহভাজনরা মোটর সাইকেল নিয়ে পালাতে যায়। তারা পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায়। পুলিশের পাল্টা গুলিতে জখম হয় ললিত কাশ্যপ নামে এক যুবক। হাতার থেকে উদ্ধার হয়েছে একটি বেআইনি পিস্তল। মোটর সাইকেলে থাকা দ্বিতীয়জন পালিয়ে যায়। আর এক অভিযুক্ত মিরাজকেও গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও গ্রেফতার করা হবে বলে ডিসিপি (সাউথ) নিপুণ আগরওয়াল জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, শনিবার দুপুর ১২টা নাগাদ ওই কিশোরী তার সঙ্গীর সঙ্গে মোটর সাইকেলে করে আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। পথে বানতারা পেট্রল পাম্পের কাছে একটি আমবাগানের কাছে মোটর সাইকেল থামিয়ে তাঁরা কথা বলছিলেন। সে সময় পাঁচ অপরিচিত ব্যক্তি সেখানে হাজির হয়ে কিশোরীর সঙ্গীকে মারধর শুরু করে। মার খেয়ে সঙ্গী পালিয়ে যান। এরপর ওই দলিত কিশোরীকে একা পেয়ে পাঁচজনে ধর্ষণ করে। পুরো ঘটনার কথা তরুণী তাঁর এক প্রতিবেশীকে জানান। বানতারার এসএইচও জানিয়েছেন, তরুণীর শারীরিক পরীক্ষা করা হয়েছে।