• চাপের মুখে নতিস্বীকার! মহিলা সাংবাদিকদের আমন্ত্রণ তালিবান বিদেশমন্ত্রী মুত্তাকির
    বর্তমান | ১৩ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: চাপের মুখে শেষ পর্যন্ত পিছু হটল আফগানিস্তানের তালিবান সরকার। রবিবার নতুন করে সাংবাদিক বৈঠক করলেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সেই বৈঠকে প্রথম সারিতেই দেখা গেল মহিলা সাংবাদিকদের। এক সপ্তাহের জন্য ভারত সফরে এসেছেন মুত্তাকি। গত শুক্রবার দিল্লির আফগান দূতাবাসে সাংবাদিক বৈঠক ডাকেন তিনি। কিন্তু সেখানে কোনও মহিলা সাংবাদিককে ডাকা হয়নি। আফগানিস্তানে মহিলাদের চলাফেরার বিষয়ে ‘কড়া’ নীতি নিয়ে চলে তালিবান সরকার। কিন্তু সেই নীতি ভারতেও কেন প্রযোজ্য হবে, তা নিয়ে শনিবার ব্যাপক সমালোচনার মুখে পড়েন মুত্তাকি। তালিবান সরকারের কার্যকলাপকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দেয় এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান উইমেন প্রেস কর্পস। মহিলাদের অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও সরব হয় বিরোধীরা। তবে কেন্দ্র আগেই জানিয়ে দেয়, আফগান দূতাবাসের সাংবাদিক বৈঠক নিয়ে বিদেশ মন্ত্রকের কোনও ভূমিকা নেই। তার মধ্যেই ড্যামেজ কন্ট্রোলে নামল তালিবান সরকার। 

    এদিনের সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের অনুপস্থিতি নিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টাও করেন মুত্তাকি। তিনি জানান, আগের দিন ‘টেকনিক্যাল’ সমস্যার জন্যই মহিলা সাংবাদিকদের ডাকা সম্ভব হয়নি। আফগান বিদেশমন্ত্রীর দাবি, ওইদিন কম সময়ের মধ্যে প্রেস কনফারেন্স ডাকা হয়েছিল। তাঁদের কাছে মুষ্টিমেয় যে সাংবাদিকদের নামের তালিকা ছিল, সেই অনুযায়ী আমন্ত্রণ জানানো হয়। এর পিছনে আর কোনও উদ্দেশ্য ছিল না। তিনি আরও বলেন, ‘আফগানিস্তানের বিভিন্ন প্রতিষ্ঠানে ২৮ লক্ষ ছাত্রী রয়েছে। বেশ কিছু বিধিনিষেধ অবশ্যই রয়েছে। তবে, নারীশিক্ষাকে কখনই ধর্মীয় কারণে নিষিদ্ধ করা হয়নি। শুধু কিছুদিনের জন্য স্থগিত করা হয়েছে।’ 
  • Link to this news (বর্তমান)