• অপারেশন ব্লু স্টারের ভুল জীবন দিয়ে মিটিয়েছেন ইন্দিরা: চিদম্বরম
    বর্তমান | ১৩ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: ঘটনার পর চার দশকের বেশি অতিক্রান্ত। একে একে মৃত্যু হয়েছে অপারেশন ব্লু স্টারের অধিকাংশ কুশীলবের। এরপরেও অমৃতসরের স্বর্ণমন্দিরে সেনা অভিযান নিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে কাঠগড়ায় তোলা হয়। এবার সেই নিয়ে নতুন করে বিতর্ক খুঁচিয়ে তুললেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। তাঁর সাফ কথা, অপারেশন ব্লু স্টারের ভুল জীবন দিয়ে মিটিয়েছেন ইন্দিরা। তবে ব্লুস্টারের সিদ্ধান্ত একা নেননি প্রয়াত প্রধানমন্ত্রী। এটি ছিল সেনা, পুলিশ, গোয়েন্দা এবং প্রশাসনের কর্তাদের সম্মিলিত সিদ্ধান্ত। চিদম্বরমের বক্তব্য সামনে আসার পরেই শুরু হয়েছে বিতর্ক। তাঁর মন্তব্য নিয়ে বিরক্তি গোপন করেনি কংগ্রেস। প্রাক্তন সাংসদ রশিদ আলভি বলেন, কংগ্রেসের বিরুদ্ধে কথা বলা চিদম্বরমের বাধ্যবাধকতা? তাঁর কথায়, ‘চিদম্বরমের বক্তব্য দুঃখজনক। তিনি দলের প্রবীণ নেতা। দল তাঁকে অনেক কিছু দিয়েছে। বিজেপির বিরুদ্ধে কথা না বলে, তিনি কেন কংগ্রেসের বিরুদ্ধে কথা বলছেন, বুঝতে পারছি না।’

    রবিবার হিমাচল প্রদেশের কাসৌলিতে খুশবন্ত সিং লিটারেচার ফেস্টিভালে সাংবাদিক হরিন্দর বাওয়েজার ‘দে উইল শ্যুট ইউ, ম্যডাম’ নামে একটি বই নিয়ে আলোচনাচক্রের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন চিদম্বরম। সেখানে তিনি বলেন, ‘স্বর্ণমন্দির পুনরুদ্ধার এবং জঙ্গিদের ধরার একটি পদ্ধতি রয়েছে। ব্লু স্টার ছিল একটি ভুল পদ্ধতি। ইন্দিরা গান্ধী সেই ভুলের মাশুল দিয়েছেন জীবন দিয়ে। তবে সেই ভুল ছিল সকলের সিদ্ধান্ত। সেনা, পুলিশ, গোয়েন্দা এবং প্রশাসনের কর্তারা মিলে সেই অভিযানের সিদ্ধান্ত নিয়েছিল। এর জন্য কেবল মিসেস গান্ধীকে আমরা দোষ দিতে পারি না।’ তবে এখন খালিস্তানি আন্দোলন বা বিচ্ছিন্নতাবাদীরা ঝিমিয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, ‘এই সব সমস্যার মূলে রয়েছে আর্থিক অনিশ্চয়তা। অধিকাংশ বেআইনি শরণার্থী পাঞ্জাবের মানুষ।’ বিজেপির জাতীয় মুখপাত্র আর পি সিং বলেন, ‘একজন জাতীয়তাবাদী হিসেবে আমি মনে করি অপারেশন ব্লু স্টার এড়ানো যেত। চিদম্বরম ঠিক কথাই বলেছেন।’ তাঁর মতে, রাজনৈতিক কারণেই ইন্দিরা গান্ধী এই পথ নিয়েছিলেন। ১৯৮৪ সালের সাধারণ নির্বাচনের আগে শিখদের দেশবিরোধী প্রমাণ করে ছাড়েন। এরপর ভুলের জাঁতাকলে পড়ে তিনি প্রাণ দেন। তবে ঘটনার প্রভাব পড়ে এর পরে। দিল্লিতে দাঙ্গায় ৩ হাজার শিখের মৃত্যু হয়। পাঞ্জাবে প্রাণ হারান ৩০ হাজারেরও বেশি শিখ ধর্মাবলম্বী। চিদম্বরমের মন্তব্য নিয়ে মুখ খুলেছেন শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির সদস্য গুরুচরণ সিং গ্রেওয়াল। তাঁর কথায়, ‘চিদম্বরমের কথার দু’টি দিক রয়েছে। প্রথমত তিনি সত্যি কথা বলেছেন। তবে তাঁর কথার মধ্যে মিথ্যাও রয়েছে। তিনি বলেছেন— ইন্দিরা গান্ধী অপারেশন ব্লু স্টারের সিদ্ধান্ত একা নেননি। এটা ভুল। জরুরি অবস্থা জারি করে তিনি জনপ্রিয়তা হারিয়েছিলেন। তাই নিজেকে প্রাসঙ্গিক রাখতেই পরিকল্পনা করে এই সিদ্ধান্ত নিয়েছিলেন ইন্দিরা।’ 
  • Link to this news (বর্তমান)