• গাজার শান্তি সম্মেলনে যোগ দিতে মোদিকে আমন্ত্রণ ট্রাম্পের
    বর্তমান | ১৩ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: গাজায় যুদ্ধ থামানোর লক্ষ্যে আজ, সোমবার মিশরের শর্ম-আল-শেখে আয়োজিত হচ্ছে ‘শান্তি সম্মেলন’। এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য শেষ মুহূর্তে আমন্ত্রণ জানানো হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ আল-সিসি মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন বলে খবর। যদিও তিনি সেই সম্মেলনে যোগ দেবেন কি না, তা স্পষ্ট নয়। এ বিষয়ে রবিবার পর্যন্ত মুখ খোলেনি প্রধানমন্ত্রীর দপ্তর। তবে রবিবার দুপুরে নয়াদিল্লি জানিয়েছে, ওই সম্মেলনে ভারতের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং।  

    সোমবার দুপুরের শান্তি সম্মেলনে যৌথভাবে নেতৃত্ব দেবেন ট্রাম্প ও সিসি। মিশরের প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজায় যুদ্ধে ইতি টানা ও মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এর লক্ষ্য। আঞ্চলিক নিরাপত্তার এক নতুন অধ্যায় শুরু হবে এর মাধ্যমে।’ সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ইতানির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ সহ ২০টি দেশের প্রধান উপস্থিত থাকবেন। যদিও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সম্মেলনে উপস্থিত থাকবেন কি না, তা রাত পর্যন্ত নিশ্চিত নয়। হামাস সাফ 

    জানিয়েছে, তারা এই সম্মেলনে অংশ নেবে না। সাউথ ব্লক সূত্রে অবশ্য জানা যাচ্ছে, মোদির এই সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা কম। সে কারণেই নয়াদিল্লি রবিবার ভারতের প্রতিনিধি হিসেবে কীর্তিবর্ধনের নাম জানিয়েছে। - ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)