BENGAL INFO
বিহার ভোট: আসন রফা চূড়ান্ত এনডিএ শিবিরে বিজেপি ও জেডিইউ লড়বে ১১০ আসনে
বর্তমান | ১৩ অক্টোবর ২০২৫
পাটনা: হাতে আর বেশিদিন নেই। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আসন সমঝোতা থেকে প্রার্থী নির্বাচন কিংবা অভিমানে দলত্যাগ। প্রায় প্রতিদিন নিত্যনতুন নাটকের সাক্ষী থাকছে বিহার। গত লোকসভা ভোটে মোদির ‘পরিত্রাতা’ হয়ে দাঁড়িয়েছিলেন নীতীশ। তাই বিধানসভা ভোটে এনডিএ জোটের আসন সমঝোতা কী হয়, সেদিকেই নজর ছিল সবার। এরইমাঝে রবিবার বিহারে আসন সমঝোতা সেরে ফেলল বিজেপি ও জেডিইউ। ২৪৩ আসনের মধ্যে এবার সমান সংখ্যক ১০১টি করে আসনে লড়াই করছে দুই দল। বিহারে নির্বাচনের এনডিএর দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিন তিনি জানান, দীর্ঘ বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০১টি করে আসনে লড়বে বিজেপি ও জেডিইউ। ২৯টি আসনে লড়বে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস)। এছাড়া ছ’টি করে আসনে প্রার্থী দেবে রাষ্ট্রীয় লোক মোর্চা ও জিতনরাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ইতিবাচক আবহেই সম্পন্ন হয়েছে আসন সমঝোতার বৈঠক। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এনডিএ-র সর্বস্তরের নেতা ও কর্মীরা। বিহার প্রস্তুত। আবারও ক্ষমতায় ফিরছে এনডিএ জোট। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, এই প্রথমবার কোনও বিধানসভা নির্বাচনে বিজেপির থেকে বেশি আসনে প্রার্থী দিচ্ছে না জেডিইউ। তাই জোটের অন্দরে বিজেপির যে একটা চাপ রয়েছে, তা স্পষ্ট। শোনা যাচ্ছে, এই সিদ্ধান্তে কোথাও যেন খুশি নন জিতনরাম। কমপক্ষে ১৫টি আসনের দাবি জানিয়েছিলেন তিনি। জুটেছে মাত্র ৬টি আসন।
Link to this news (বর্তমান)
BENGAL INFO | Information about West Bengal, India |
bengalinfo1@gmail |
Privacy Policy