• বিহার ভোট: কে কোন কেন্দ্রে দাঁড়াবে, সিদ্ধান্ত নিতে জেরবার বিরোধী শিবির
    বর্তমান | ১৩ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারে প্রথম দফার ভোটে (৬ নভেম্বর) প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন শুক্রবার, ১৭ অক্টোবর। সেই হিসেবে হাতে আর মাত্র পাঁচদিন সময়। অথচ এখনও নিজেদের আসন ভাগাভাগি চূড়ান্ত করতে পারল না বিজেপি বিরোধী কংগ্রেস-আরজেডি-বামের  ‘মহাজোট।’ যদিও কংগ্রেসের পক্ষে বলা হচ্ছে, দু’একদিনের মধ্যেই সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। দলের প্রার্থীদের নিয়ে আলোচনায় বসে স্ট্র্যাটেজি ঠিক করতে কংগ্রেসের তিন প্রধান পর্যবেক্ষক অশোক গেহলট, ভূপেশ বাঘেল এবং অধীররঞ্জন চৌধুরীকে হাইকমান্ড বলে দিয়েছে, সর্বদা তৈরি থাকুন। প্রার্থীর নাম ঘোষণা হলেই পাটনায় যেতে হবে। দলের মধ্যে সমন্বয় এবং প্রচারের স্ট্র্যাটেজি তৈরি হবে। 

    কংগ্রেস ৫০-৫৭ আসনে লড়বে। আগের চেয়ে কম। গতবার লড়েছিল ৭০ আসনে। সেই হিসেবে সংখ্যা প্রায় নিশ্চিত হয়ে গেলেও কয়েকটি কেন্দ্র নিয়েই চলছে আরজেডির সঙ্গে টানাপোড়েন। লালুপ্রসাদের দল আরজেডি ১৩৮ আসনে লড়বে বলেই ঠিক হয়েছে। কংগ্রেস চাইছে ৮০ শতাংশ জেতার সম্ভাবনা রয়েছে, এমন আসনেই প্রার্থী দিতে। একইভাবে আরজেডি’র তেজস্বী যাদবও চাইছেন, দলের প্রার্থীদের জয় নিশ্চিত হবে, এমন আসন। সেই কারণেই দু পক্ষের মধ্যে আসন বণ্টন নিয়ে বনিবনা হচ্ছে না। তারই মধ্যে আর এক জোট শরিক হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জানিয়ে দিয়েছে, ১৫ অক্টোবরের মধ্যে আসন বণ্টন চূড়ান্ত না করলে অন্যরকম ভাবতে হবে। এবার মহাজোটের শরিক সংখ্যা বেড়েছে। রামবিলাস পাসোয়ানের ভাই তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পারস পাসোয়ানের দল রাষ্ট্রীয় লোকজনশক্তি পার্টি, মুকেশ সাইনির বিকাশশীল ইনসান পার্টিও যুক্ত হয়েছে। ফলে তাদেরও আসন ছাড়তে হবে। 

    সেই কারণেই সামান্য সময় লাগবে বলেই এআইসিসির মত। যদিও কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আজ-কালের মধ্যেই তারা আসন রফা চূড়ান্ত করে প্রার্থীর নাম ঘোষণা করে দেবে। আসলে বিজেপি কোথায় কাকে প্রার্থী করছে, তা দেখে নিয়েই বিরোধী জোট প্রার্থীর নাম ঘোষণা করতে চাইছে। বিহার বিধানসভায় ২৪৩ আসনের মধ্যে আগামী ৬ নভেম্বর ১২১ টিতে ভোট। বাকি ১২২ টির ভোট হবে ১১ নভেম্বর। ফল প্রকাশ ১৪ নভেম্বর।    
  • Link to this news (বর্তমান)