• বিলে সম্মতি রাজ্যপালের, উত্তরাখণ্ডে বিলুপ্তির পথে মাদ্রাসা বোর্ড
    বর্তমান | ১৩ অক্টোবর ২০২৫
  • দেরাদুন: হিন্দূত্বের আরও এক এজেন্ডা পূরণে তৎপর উত্তরাখণ্ডের বিজেপি সরকার। আগেই রাজ্যে চালু হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। এবার সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাচ্ছে ওই রাজ্যের মাদ্রাসা বোর্ড। ২০২৫ সালের উত্তরাখণ্ড সংখ্যালঘু শিক্ষা বিলে রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) গুরমিত সিং সিলমোহর দিয়েছেন। এর ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড়সড় নীতিগত পরিবর্তন আসতে চলেছে। বিলে সম্মতির ফলে ২০১৬ সালের মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন ও ২০১৯ সালের অ-সরকারি আরবি ও পার্সি মাদ্রাসা স্বীকৃতি আইন বিলোপ হবে। আগামী বছরের ১ জুলাই থেকেই ওই দুটি আইন আপনা থেকেই বাতিল হয়ে যাবে। নতুন আইনে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলির দেখভালের জন্য নয়া সংস্থা গড়ে উঠবে। উত্তরাখণ্ডের স্কুল শিক্ষা বোর্ডের নির্দেশিকা অনুসরণ করবে ওই সংস্থা।
  • Link to this news (বর্তমান)