নেপালের জেল ভেঙে পলাতক পাক মহিলা ধৃত ত্রিপুরার স্টেশনে
বর্তমান | ১৩ অক্টোবর ২০২৫
বিশেষ সংবাদদাতা, আগরতলা: মাদক পাচারের অভিযোগে নেপালের জেলে বন্দি ছিলেন। সম্প্রতি পাহাড়ি এই দেশে অস্থিরতার সময় জেল ভেঙে পালিয়ে ঢুকে পড়েছিলেন ভারতে। কিন্তু শেষরক্ষা হল না। শনিবার রাতে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম রেল স্টেশনে ওই পাকিস্তানি মহিলাকে আটক করল পুলিশ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে নামতেই পুলিশের জালে ধরা পড়েন তিনি। ধৃত জানান, তাঁর নাম পারভীন। নিজেকে দিল্লির বাসিন্দা বলেও দাবি করেন তিনি। কিন্তু কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ওই মহিলার আসল নাম লুই নিঘাট আখতার ভানো। তিনি পাকিস্তানের শেখুপুরা জেলার বাসিন্দা। ১২ বছর আগে পাকিস্তানে পাসপোর্ট ব্যবহার করে নেপালে এসেছিলেন। সেখানে মাদক পাচারের দায়ে ১৫ বছরের কারাদণ্ড হয়েছিল তাঁর।