• দীপাবলির মুখে চারদিন বন্ধ এনএইচ ১০, শিলিগুড়িতে ব্যবসায় লোকসানের শঙ্কা
    বর্তমান | ১৩ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ধসের দোসর তিস্তার ছোবল! তাতেই বিধ্বস্ত কালিম্পং ও সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। আজ, সোমবার থেকে ফের চার দিনের জন্য বন্ধ হচ্ছে সংশ্লিষ্ট মহাসড়ক। কালীপুজো দীপাবলির মুখে এনিয়ে দুশ্চিন্তায় শিলিগুড়ির বিধান মার্কেট ও রেগুলেটেড মার্কেটের ব্যবসায়ীরা। তাঁদের আশঙ্কা, আলোর উৎসব ও পর্যটনের মরশুমে জাতীয় সড়ক চারদিন বন্ধ থাকায় ব্যবসায় কোটি কোটি টাকার লোকসান হবে। 

    শিলিগুড়ি সহ সমতল ভাগের সঙ্গে কালিম্পং ও প্রতিবেশী রাজ্য সিকিমের সরাসরি সড়ক যোগাযোগের মাধ্যম ১০ নম্বর জাতীয় সড়ক। এটি কালিম্পং ও সিকিমের লাইফ লাইন। সেভকের করোনেশন সেতু থেকে সিকিমের রংপো পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ৫২ কিমি। যা কালিম্পং জেলার অধীনে। এই সড়কের একদিকে তিস্তা, অপরদিকে পাহাড়। ফলে রাস্তাটি ধস ও তিস্তার থাবায় বিধ্বস্ত। 

    প্রশাসন সূত্রে খবর, সংশ্লিষ্ট সড়কের লিকুভির, সেলফিদারা, বিরিকদার, ২৭ মাইল, ২৯ মাইল, গেইলখোলা প্রভৃতি ধস ও নদী ভাঙনপ্রবণ। বৃষ্টি হলেই সংশ্লিষ্ট এলাকাগুলির কোথাও পাহাড় থেকে হুড়মুড়িয়ে নেমে আসে বোল্ডার, মাটি, নুড়ি। আবার তিস্তা নদীর জলস্তর নামতে শুরু করলেই শুরু হয় ভাঙন। দু’দিন আগে ২৯ মাইল ও গেইলখোলার মাঝে একাধিক জায়গায় ধসে যায় রাস্তা। যারমধ্যে ২৯ মাইলের অবস্থা বিপজ্জনক। সেখানে পাহাড় কেটে রাস্তা সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছে এনএইচআইডিসিএল। এজন্য চারদিন এই রাস্তায় যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। 

    স্থানীয়দের একাংশের অভিযোগ, রাজ্য সরকারের হাত থেকে সংশ্লিষ্ট সড়কের দায়িত্ব নিয়েছে কেন্দ্র সরকার। তারা কিন্তু বিপজ্জনক রাস্তাটি সর্বদা স্বাভাবিক রাখতে পারছে না। চলতি বর্ষার মরশুমে বেশ কয়েকবার যান চলাচল বন্ধ করা হয়েছে। নতুন রাস্তা তৈরির ব্যাপারেও কেন্দ্র স্পষ্ট কিছু জানাতে পারেনি। এনএইচআইডিসিএল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, জাতীয় সড়কের ২৯ মাইল সংস্কার করা হবে। এজন্য আজ, থেকে ১৬ তারিখ পর্যন্ত রাস্তাটি বন্ধ রাখা হচ্ছে। 

    এদিকে, আগামী সপ্তাহেই কালীপুজো ও আলোর উৎসব দীপাবলি। এটা ভরা পর্যটনের মরশুম। তার আগে জাতীয় সড়ক বন্ধ থাকায় দুশ্চিন্তায় শিলিগুড়ির ব্যবসায়ীরা। বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক দেবব্রত সাহা বলেন, এই মার্কেটে চার হাজারের বেশি দোকান রয়েছে। দৈনিক এখানে ৫-৬ কোটি টাকার কারবার হয়। এখানকার ব্যবসা সিকিম, কালিম্পং সহ পাহাড়ের উপর নির্ভরশীল। কাজেই, ওই জাতীয় সড়ক চারদিন বন্ধ থাকলে আলোর উৎসবের মুখে ব্যবসায় কয়েক কোটি টাকার লোকসান হবে। 

    শিলিগুড়ি দৈনিক নিয়ন্ত্রিত বাজার সমিতির ফল ও সবজি কমিশন এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক শিব কুমার বলেন, এখান থেকে ফল ও সবজির গাড়ি যায় কালিম্পং ও সিকিমে। রাস্তা বন্ধ থাকলে এখানকার ব্যবসায় তো প্রভাব পড়বেই। প্রশাসন অবশ্য জানিয়েছে, পরিস্থিতির মোকাবিলায় শিলিগুড়ি থেকে ঘুরপথে কালিম্পং ও সিকিমের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা চালু রয়েছে।  ২৯ মাইলে ক্ষতিগ্রস্ত রাস্তা। - ফাইল চিত্র।
  • Link to this news (বর্তমান)