• রাস্তার ব্যারিকেড ও মণ্ডপের বাঁশ তোলার পর শুরু গর্ত ভরাটের কাজ
    বর্তমান | ১৩ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর সময় শহরের বিভিন্ন অলিগলিতে রাস্তা খুঁড়ে মণ্ডপ তৈরি হয়। পাশাপাশি শহরের রাস্তায় গর্ত খুঁড়ে বাঁশ পুঁতে ব্যারিকেড তৈরি করে কলকাতা পুলিশ। মূলত পুজোর সময় বাড়তি ভিড় নিয়ন্ত্রণ করে রাস্তা সচল রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়। দুর্গাপুজো শেষে বাঁশের ব্যারিকেড খোলা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় মণ্ডপও খোলা চলছে। ফলে স্বাভাবিকভাবেই রাস্তায় সেই গর্তগুলি দৃশ্যমান। তা ভরাটের কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। কারণ ভরাট না হলে বৃষ্টির জল জমবে। আগামী দিনে গাড়ি চলাচলের জেরে গর্ত আরও বড় হবে। বাইক বা সাইকেলের চাকা পড়ে দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা। তাই ভরাটের কাজ দ্রুত শুরু করেছে পুরসভা। 

    ইতিমধ্যেই মহাত্মা গান্ধী রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, ভূপেন বোস অ্যাভিনিউ থেকে শ্যামবাজার এ ভি স্কুল পর্যন্ত রাস্তার গর্তগুলি মেরামত করা হয়েছে। প্রথমে ইটের টুকরো দিয়ে ভরাট হচ্ছে। তারপর তার উপর দেওয়া হচ্ছে পিচের প্রলেপ। পুরসভার সড়ক বিভাগের এক আধিকারিক বলেন, সর্বত্র বাঁশ খোলা হয়নি। যেখানে যেখানে খোলা হয়েছে, সেই সব জায়গায় অগ্রাধিকারের ভিত্তিতে কাজ চলছে। রাস্তা মেরামতের মোবাইল ভ্যান বিভিন্ন জায়গায় ঘুরছে। যেখানে যেখানে এমন গর্তের দেখা মিলছে, সেগুলি ভরাট করে দেওয়া হচ্ছে। তবে সর্বত্র এখনও বাঁশ খোলা হয়নি। পুলিশের তরফ থেকেও আমরা রিপোর্ট নিচ্ছি। যেখানে যেখানে খোলা হচ্ছে, সেখানে সেখানে গর্তগুলি মেরামত করে দেওয়া হচ্ছে। তবে বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে শহরে বৃষ্টি হচ্ছে। পিচ উঠেও যাচ্ছে। তখন সেই গর্তগুলি ফের ভরাট করতে হচ্ছে। সেন্ট্রাল অ্যাভিনিউতে রাম মন্দিরের সামনে দোকান রয়েছে রমেশ সাউয়ের। তিনি বলেন, এই গর্ত অনেক দিন পড়ে থাকলে দুর্ঘটনা হয়। তার উপর জল জমলে আরও সমস্যা। গতবছর অনেক দেরি করে গর্ত বোজানো হয়েছিল। এবার দেখছি দ্রুত কাজ শুরু হয়েছে। সাইকেল-বাইকের মত ছোট গাড়িগুলির চাকা গর্তের মধ্যে পড়ে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। তাড়াতাড়ি কাজ হচ্ছে দেখে ভালোই লাগল।
  • Link to this news (বর্তমান)