সংবাদদাতা, বসিরহাট: দু’দিন ধরে বিদ্যুৎ না থাকায় বসিরহাটে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। শনিবার রাতে তাঁরা দীর্ঘক্ষণ টাকি হাসনাবাদ রোড অবরোধও করেন। তাঁদের বক্তব্য, শুক্রবার দুপুর দুটো থেকে বিক্ষোভের সময় পর্যন্ত কয়েকশো বাড়িতে বিদ্যুৎ নেই। প্রথমে মনে হয়েছিল বিদ্যুৎ দপ্তরের কোনও সমস্যার কারণেই বিদ্যুৎ নেই। কিন্তু দু’দিন পরেও বিদ্যুৎ না আসায় জানা যায়, দপ্তর থেকেই সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কারণ হিসেবে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে স্মার্ট মিটার বসিয়ে দিয়ে যায় বিদ্যুৎ দপ্তর। সেই মিটারে বহু টাকা করে বিল আসে। তখন এলাকার বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানান। বিদ্যুৎ দপ্তরের কর্তারা আশ্বস্ত করেন যে, বিলে টাকার অঙ্ক ঠিক করে দেওয়া হবে। আর যতদিন না পর্যন্ত তা ঠিক করা হবে, ততদিন কারেন্টের কোনও সমস্যা হবে না। কিন্তু গত শুক্রবার হঠাৎ করে কারেন্ট চলে যায় এবং তাঁরা জানতে পারেন যে, বিল না মেটানোয় বিদ্যুৎ দপ্তরই সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
এই কথা জানাজানি হতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে বসিরহাট থানার পুলিস ঘটনাস্থলে আসে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার সমাধান হবে বলে আশ্বাসও দেয়। এরপর বিক্ষোভ তুলে নেন এলাকাবাসীরা। এই বিষয় কণিকা দাস নামে এক বিক্ষোভকারী বলেন, দপ্তর যেখন এই স্মার্ট মিটার যখন বসাতে চেয়েছিল, তখনই আমরা বাধা দিয়েছিলাম। এই মিটারে অনেক বেশি টাকা বিল আসছে। আমরা চাই পুরনো মিটার ফিরিয়ে দেওয়া হোক। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।