সংবাদদাতা, বনগাঁ: যশোর রোডের দু’পাশে থাকা বিপজ্জনক গাছগুলি কাটতে উদ্যোগী হল বনগাঁ পুরসভা। পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ মৃত গাছ ও গাছের শুকনো ডাল কাটার আবেদন করে চিঠি দিলেন জেলাশাসককে। পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষ যদি মরা গাছ কাটতে না পারে তাহলে পুরসভাকে সেই গাছকাটার অনুমতি দেওয়া হোক। পুরসভা সেগুলি কেটে দেবে। এই কাজের জন্য পুরসভার পক্ষ থেকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে রাস্তায় পাশে মরা গাছ ও গাছের শুকনো ডাল কাটা নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ না করলে পুর আইন মেনে কাজ করবে পুরসভা। জাতীয় সড়কের দু’পাশ দিয়ে একাধিক প্রাচীন গাছ রয়েছে। এর মধ্যে অনেক গাছ মৃত। সেগুলি এখন বিপজ্জনক অবস্থায়। এজন্য উৎসবের মরশুমেও যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। অতীতে একাধিক পথচারীর মৃত্যুও হয়েছে গাছের ডাল ভেঙে। আর প্রতিটি মৃত্যুতেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ বাসিন্দারা।
এবিষয়ে পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, আমরা রাস্তার পাশে মরা গাছ কাটার জন্য আবেদন করেছি। আগামী ১৫ দিনের মধ্যে গাছ কাটা না হলে আমরা মানুষের স্বার্থে পুরসভার আইন মেনে ব্যবস্থা নেব। পাশাপাশি তিনি বলেন, রাস্তার পাশে থাকা গাছের দেখভালের দায়িত্ব জাতীয় সড়ক কর্তৃপক্ষের। কিন্তু কোনও দুর্ঘটনা ঘটার পর অনেকেই পুরসভাকে দোষারোপ করছেন। এটা হতে পারে না। আমরা চাই সড়ক কর্তৃপক্ষ সাধারণ মানুষের সুরক্ষার বিষয়টি দেখুক।