নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাজি তৈরির সময় বিস্ফোরণে প্রাণ হারালেন জখম এক শ্রমিক। মৃতের নাম আকাশ হেলা (৩২)। হাওড়ার রামরাজাতলার বাড়িতে বাজি তৈরির সময় গুরুতর জখম হন ওই শ্রমিক। তাঁকে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। রবিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় বাড়ির মালিক প্রদীপ লাহিড়ীকে এদিন রাতে গ্রেফতার করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। জানা গিয়েছে, রামরাজাতলার অম্বিকা কুন্ডু লেনে কেবল ব্যবসায়ী প্রদীপ লাহিড়ীর বাড়িতে কালীপুজো উপলক্ষ্যে বাজি বানানোর কাজ চলছিল। শনিবার বিকেলে আচমকা বিস্ফোরণে গুরুতর জখম হয় আকাশ হেলা নামের ওই শ্রমিক। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের পরেই অভিযুক্ত বাড়ি মালিক এলাকাতেই গা ঢাকা দিয়েছিল। তল্লাশি চালিয়ে এদিন তাঁকে গ্রেফতার করা