• সুপ্রিম কোর্টে রাজীব কুমারের মামলার শুনানি, দুর্গাপুরের ঘটনার তদন্ত কোন দিকে, আর কী খবরে নজর?
    এই সময় | ১৩ অক্টোবর ২০২৫
  • সুপ্রিম কোর্টে উঠছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে করা CBI -এর মামলা। প্রায় ছ’বছর পরে এ দিন ফের এই মামলার শুনানি হওয়ার কথা। ২০১৯ সালে কলকাতা হাইকোর্ট যে আগাম জামিনের রায় দিয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে CBI সুপ্রিম কোর্টে যায়। এ দিন প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা।মামলাটি শুনানির তালিকায় এক নম্বরে রাখা হয়েছে।

    শুক্রবার রাতে দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়াকে জোর করে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও তাঁর সহপাঠীর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। বিজেপি, কংগ্রেস পথে নেমে রবিবার আন্দোলনও করে।এই ঘটনার তদন্ত কোন দিকে যায়, সেই দিকে থাকবে নজর।

    বিপর্যস্ত উত্তরবঙ্গে ফের সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রবিবার আলিপুরদুয়ারের হাসিমারায় রিভিউ মিটিং করেন তিনি। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে থাকার কথা মুখ্যমন্ত্রীর। এ দিন তাঁর নাগরাকাটা যাওয়ার কথা।

    নিজের কেন্দ্রে নেতা-কর্মীদের সঙ্গে বিজয়া সম্মিলনীতে যোগ দিতে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এ দিন বিকেল ৪টে নাগাদ ডায়মন্ড হারবার লোকসভার আমতলায় সাংসদ কার্যালয়ে বিজয়া সম্মিলনী করবেন বলে জানা গিয়েছে।

    বিশ্বকাপের ১৪ তম ম্যাচে বিশাখাপত্তনম স্টেডিয়ামে নামছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। বর্তমানে কোনও দলই ভালো জায়গায় নেই। বিশেষত করে বাংলাদেশ। ফলে টপ ফোরে শেষ করার জন্য দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ এই ম্যাচ। দুপুর তিনটে থেকে শুরু হবে ম্যাচটি।

  • Link to this news (এই সময়)