• Live: তীব্র জলাভাব? বন্ধের মুখে দিল্লির তিনটি বড় শপিং মল
    এই সময় | ১৩ অক্টোবর ২০২৫
  • তীব্র জলাভাব? বন্ধের মুখে দিল্লির তিনটি বড় শপিং মল। এ গুলি হলো ডিএলএফ প্রোমেনেড, ডিএলএফ এম্পোরিও এবং অ্যাম্বিয়েন্স মল। এই শপিং মলগুলি দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায় অবস্থিত। যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে বিষয়টি নিয়ে কোনও ঘোষণা হয়নি।

    কাফ সিরাপ খেয়ে একাধিক মৃত্যুর ঘটনার তদন্তে নয়া মোড়। এ বার কাফ সিরাপ প্রস্তুতকারী এবং ড্রাগ কন্ট্রোল আধিকারিকদের উপরে ইডি-র নজর। চেন্নায়ের সাত জায়গায় চলছে তল্লাশি।

    সোনারপুরে ফের রাজনৈতিক পালাবদল। প্রতাপনগর পঞ্চায়েতের বিজেপি সদস্য কার্তিক রবিবার আনুষ্ঠানিক ভাবে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। 

    ‘গ়াজাতে যুদ্ধ শেষ  হয়ে গিয়েছে’, এই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমতে পারে। স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার থেকেই বাংলা থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে।  

  • Link to this news (এই সময়)