আজকাল ওয়েবডেস্ক: আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ জোট রবিবার তাদের আসন-বণ্টনের সূত্র প্রকাশ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ২৪৩ সদস্যের বিধানসভায় বিজেপি ও জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ — উভয়েই ১০১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের দল লোক জনশক্তি পার্টি (রামবিলাস) পাবে ২৯টি আসন, আর উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মরচা (আরএলএম) ও জিতন রাম মাঞ্জির হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএম) — প্রত্যেকে ৬টি করে আসনে লড়বে।
ধর্মেন্দ্র প্রধান তাঁর এক্স (X) পোস্টে লেখেন, “এনডিএর সব শরিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আসন বণ্টন সম্পন্ন হয়েছে। এনডিএর কর্মী ও নেতারা এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। বিহার প্রস্তুত — আবারও এনডিএ সরকার গঠিত হবে।”
জিতন রাম মাঞ্জির নেতৃত্বাধীন হিন্দুস্তানি আওয়াম মোর্চাকে দেওয়া হয়েছে টেকাড়ি, কুটুম্বা, আতাড়ি, ইমামগঞ্জ, সিকন্দরা ও বারাচট্টি আসন। দলীয় সূত্রে জানা গেছে, সোমবার আনুষ্ঠানিকভাবে এই আসনগুলির ঘোষণা হবে। সূত্রের দাবি, ভবিষ্যতে এইচএএম-কে একটি বিধান পরিষদের আসনও দেওয়া হতে পারে।
প্রথমে মাঞ্জি এই আসন বণ্টন নিয়ে অসন্তুষ্ট ছিলেন। তিনি অন্তত ১৫টি আসনের দাবি তুলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আলোচনার পর সমঝোতায় আসেন। দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, “আমরা দাবি করছি না, অনুরোধ করছি যেন আমাদের সম্মানজনক সংখ্যক আসন দেওয়া হয়।” তবে চূড়ান্ত সমঝোতার পর তিনি পাটনার উদ্দেশে রওনা দেন।
উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মরচা (আরএলএম) এবার উজিয়ারপুর, মধুবনি, সাসারাম, দিনারা, মহুয়া ও বজপত্তি আসনে প্রার্থী দেবে। এই প্রথমবার জেডিইউ বিজেপির সমান সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০২০ সালের নির্বাচনে জেডিইউ ১১৫টি ও বিজেপি ১১০টি আসনে লড়েছিল। এবার সমান আসনে লড়াই করা জোটের শক্তির নতুন বাস্তবতা নির্দেশ করছে বলে বিশ্লেষকদের মত।
ধর্মেন্দ্র প্রধান, যিনি গত বছর হরিয়ানায় বিজেপির টানা তৃতীয় জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, জানিয়েছেন যে বিহারেও এনডিএ ঐক্যবদ্ধভাবে লড়বে।
অন্যদিকে, এনডিএ-র প্রতিদ্বন্দ্বী বিরোধী INDIA জোটও আসন-বণ্টন চূড়ান্ত করেছে বলে জানিয়েছে। আরজেডি বিধায়ক ভাই বিরেন্দ্র বলেন, “সব কিছু ঠিক আছে, আলোচনা সম্পন্ন হয়েছে। আগামীকাল সাংবাদিক বৈঠকে সব জানানো হবে।”
এরই মধ্যে আরজেডি নেতা তেজস্বী যাদব ও কংগ্রেস নেতা অখিলেশ প্রসাদ সিংয়ের একসঙ্গে বিমানে আলাপচারিতার ছবি ভাইরাল হয়েছে। জানা গেছে, লালু যাদব ও তেজস্বী যাদব যে বিমানে পাটনা থেকে দিল্লি যাচ্ছিলেন, অখিলেশ সিংও সেই ফ্লাইটে ছিলেন।
বিহার বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে — প্রথম দফা ৬ নভেম্বর ও দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর।
রাজনৈতিক মহলে এখন নজর, সমান আসনে লড়াইয়ের এই নতুন সমীকরণে এনডিএ কি আবারও বিহারে ক্ষমতা ধরে রাখতে পারবে, নাকি INDIA জোট এবার নতুন রাজনৈতিক অধ্যায় রচনা করবে।