• নেপালের জেল থেকে পালিয়েছেন, ত্রিপুরায় গ্রেপ্তার মাদক পাচারে অভিযুক্ত সন্দেহভাজন পাক মহিলা! ...
    আজকাল | ১৩ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ত্রিপুরা জেলার সীমান্তবর্তী শহর সাবরুম থেকে ৬৫ বছরের এক বৃদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত মহিলা পাক নাগরিক বলে সন্দেহ। ওই বৃদ্ধা মাদক পাচারের সঙ্গে যুক্ত এবং নেপালের জেল ভেঙে পালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। 

    সাবরুম পুলিশের শীর্ষ কর্তা নিত্যানন্দ সরকার জানান, লুই নিঘাট আখতার ভানো নামে পরিচয় দেওয়া ওই মহিলাকে সাবরুম রেলওয়ে স্টেশন থেকে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) আটক করে, পরে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করে। নিত্যানন্দ সরকারের কথায়, "সন্দেহ করা হচ্ছে যে তিনি (লুই নিঘাট আখতার ভানো) সীমান্তের ওপারে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলেন। পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা তাঁর গতিবিধি এবং উদ্দেশ্য সম্পর্কে আরও তথ্য সংগ্রহের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।"  

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে, বৃদ্ধা নেপালের একটি জেল থেকে পালিয়ে এসেছিলেন এবং তাঁর পাকিস্তানি যোগ থাকতে পারে, যদিও তিনি কোন দেশের নাগরিক সেই সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাঁর পরিচয় এবং অতীত যাচাই করার জন্য আরও জিজ্ঞাসাবাদ চলছে।

    ভানো পাকিস্তানের শেখুপুরার বাসিন্দা মঃ গোলাফ ফারাজ নামে এক ব্যক্তির স্ত্রী বলে জানা গিয়েছে। ১২ বছর আগে পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করে ধৃত বৃদ্ধা নেপালে ঢুকেছিলেন এবং মাদক পাচার শুরু করেন বলে অভিযোগ।

    ২০১৪ সালে, নেপালে পুলিশ তাঁকে এক কেজি ব্রাউন সুগার বহনের অভিযোগে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতের নির্দেশে ভানোর ১৫ বছরের কারাদণ্ড হয়। গত মাস পর্যন্ত কাঠমান্ডু কারাগারে বৃদ্ধা সাজা ভোগ করছিলেন। তবে কয়েক সপ্তাহ আগে নেপালে রাজনৈতিক আসল্থিরতা দেখা দিলে তিনি জেল থেকে পালিয়ে আসেন বলে অভিযোগ উঠেছে।

    গত মাসেই (সেপ্টেম্বরে, ২০২৫) সরকারবিরোধী বিক্ষোভের সময় নেপাল জুড়ে ব্যাপক জেল ভাঙার ঘটনা ঘটে, যার ফলে সারা দেশে ১৩,০০০ এরও বেশি বন্দি পালিয়ে যায়। পরে তাদের মধ্যে বেশ কয়েকজনকে ভারতে পালিয়ে  আসার চেষ্টা করে, তবে সীমান্ত বা তার আশপাশেই গ্রেপ্তার হয়।

    পুলিশ জানিয়েছে যে অভিযুক্ত লুই নিঘাট আখতার ভানোকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে স্থানীয় আদালতে সোমবার হাজির করা হবে।

     
  • Link to this news (আজকাল)