• সোমবারে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা? একনজরে আবহাওয়ার আপডেট
    বর্তমান | ১৩ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রমশই স্পষ্ট হচ্ছে শহর থেকে বর্ষার বিদায়ের চিত্র। সোমবার সকালে রোদ ঝলমলে আকাশের সাক্ষী কলকাতাবাসী। আপাতত আকাশে মেঘের চিহ্নমাত্র নেই। তবে দুপুরের পর আংশিকভাবে মেঘাচ্ছন্ন হতে পারে আকাশ। যদিও বৃষ্টিপাতের খুব বেশি সম্ভাবনা নেই।আবহাওয়া দফতরের পূর্বাভাস মোতাবেক, আজ সোমবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ডিগ্রি ও ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি কম।আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গ থেকে বর্ষা ক্রমে সরে যাচ্ছে। আপাতত নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কোনো প্রভাব নেই। আগামী কয়েক দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনাও খুবই কম।
  • Link to this news (বর্তমান)