সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দুই হল বৃষ্টি খানিক বিরতি নিয়েছে। রোদ ঝলমলে আবহাওয়ায় দক্ষিণবঙ্গে। মাঝেমধ্যে আকাশ মেঘলা হলেও বৃষ্টি হয়নি। তবে কি বর্ষা বিদায় নিল? আনুষ্ঠানিকভাবে তার ঘোষণা না হলেও আবহাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহেই বিদায় নেবে বর্ষা। আর তার ইঙ্গিত কিছুটা মিলতে শুরু করল। ভোরের বাতাসে শীতল আমেজ। তাপমাত্রাও নিম্নমুখী। বাতাসে যে আপেক্ষিক আর্দ্রতাও কমেছে পাল্লা দিয়ে, তাও বেশ স্পষ্ট। শীত এল বলে! বঙ্গে আবহাওয়ার কী হালহকিকত, কী বলছে হাওয়া অফিস?
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সব ঠিক থাকলে মঙ্গল-বুধবার নাগাদ অর্থাৎ ১৪ অক্টোবর বা ১৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলা থেকে বর্ষা বিদায় নেবে। তবে পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে সামান্য বৃষ্টি হতে পারে এ সপ্তাহে। সোমবার উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ছাড়াও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা। ওদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আগামী দু থেকে তিনদিন স্থানীয় মেঘের প্রভাবে বৃষ্টি হতে পারে। তবে মালদহ, দুই দিনাজপুরে এখনই শুষ্ক আবহাওয়া টের পাওয়া যাচ্ছে।
এদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে বেশ আরামদায়ক আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। দিনের বেলায় মোটের উপর রোদেলা আবহাওয়া। আকাশ পরিষ্কার হলে তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা। চলতি সপ্তাহান্তে বর্ষা বিদায় নেওয়ার পালা। তবে আগামী সপ্তাহে অর্থাৎ কালীপুজো, দীপাবলির সময় আবারও খানিকটা হাওয়া বদল হতে পারে। সেসময় উষ্ণতা কিছুটা বৃদ্ধির পূ্র্বাভাস রয়েছে। তবে ভোরে আবহাওয়ায় স্পষ্ট শীত আগমনের বিষয়টি। বর্ষার মতো কি শীতও নির্ধারিত সময়ের আগেই ঢুকে পড়বে বঙ্গে? সে বিষয়ে এখনও নিশ্চিত হয়ে কিছু বলছেন না আবহবিদরা।