দুর্গাপুরকাণ্ড: ‘ধর্ষিতা’র সঙ্গে দেখা করতে পারলেন না ওড়িশা সরকারের ৩ প্রতিনিধি, অপেক্ষার পর ফিরে গেলেন
আনন্দবাজার | ১৩ অক্টোবর ২০২৫
দুর্গাপুর ‘ধর্ষণকাণ্ডে’ ক্রমেই বাড়ছে রাজনৈতিক চাপানউতর। রবিবার ‘নির্যাতিতা’র সঙ্গে দেখা করতে এসেছিলেন ওড়িশার বিজেপি সরকারের তিন প্রতিনিধি। কিন্তু শেষমেশ তাঁরা ‘নির্যাতিতা’র সঙ্গে দেখাই করতে পারলেন না!
দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ‘নির্যাতিতা’ ডাক্তারি ছাত্রী ওড়িশার বাসিন্দা। তিনি যাতে দ্রুত বিচার পান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝী। এর পরেই রবিবার দুর্গাপুরে পৌঁছোন ওড়িশা সরকারের এক মহিলা সদস্য-সহ তিন প্রতিনিধি। সেই প্রতিনিধিদলে এক পুলিশ আধিকারিক এবং জেলা প্রশাসনের এক আধিকারিক ছিলেন। কিন্তু অভিযোগ, তাঁদের জন্য হাসপাতালের গেটই খোলা হয়নি। দীর্ঘ ক্ষণ তাঁরা বাইরে অপেক্ষা করেছেন। হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু শেষমেশ তাঁদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলেই অভিযোগ। এর পর তাঁরা হাসপাতাল থেকে চলে যান।
শুক্রবার রাতে এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে নির্যাতনের শিকার হন দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ওই ডাক্তারি ছাত্রী। এই ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাঁদের আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘নির্যাতিতা’ ডাক্তারি ছাত্রীকে বাংলা থেকে ওড়িশায় নিয়ে যেতে চাইছেন তাঁর বাবা। এ ব্যাপারে তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝীকে অনুরোধও করেছেন বলে জানালেন। ‘নির্যাতিতা’র বাবা বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছি, যাতে মেয়েকে এখান থেকে ওড়িশায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এই জায়গার উপর থেকে ভরসা উঠে গিয়েছে। ওকে (মেয়েকে) মেরেও ফেলতে পারে।’’
রবিবার নির্যাতিতা’র বাবা জানান, তাঁর সঙ্গেও ওড়িশার মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। তিনি সব রকম ভাবে সাহায্যের আশ্বাসও দিয়েছেন। ‘নির্যাতিতা’র বাবা বলেন, ‘‘রাত ১০টায় ওর বন্ধু (মেয়ের বন্ধু) ফোন করে জানায়, আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ওর একটা বন্ধু ওকে খেতে নিয়ে গিয়েছিল বাইরে। কিন্তু যখন দু’-তিন জন ওকে (মেয়েকে) ঘিরে ধরে, তখন ওর বন্ধুটি পালিয়ে যায় ওকে ছেড়ে। রাত ৮-৯টার মধ্যে ঘটনাটা ঘটেছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয়। কোনও পদক্ষেপ করা হচ্ছে না। কোনও ব্যবস্থাই নেই এখানে।’’