• পুজোর পরেও ঘুচল না দমদমের রাস্তার বেহাল দশা, ক্ষুব্ধ বাসিন্দারা
    আনন্দবাজার | ১৩ অক্টোবর ২০২৫
  • হালকা বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে রাস্তা। এমনিতেই দীর্ঘ দিন ধরেরাস্তায় হয়ে রয়েছে বহু খানাখন্দ।তার মধ্যেই জল জমে যাওয়ায় চলাচলের সময়ে তৈরি হচ্ছে বিপজ্জনক পরিস্থিতি। রাস্তার বেহাল দশার জেরে ছোটখাট দুর্ঘটনা তো নিত্যদিন লেগেই রয়েছে।

    এমন অভিযোগ উঠছে দমদম পুরসভা এলাকার পি কে গুহ রোড নিয়ে। তবে ওই জনবহুল ব্যস্ত রাস্তাটিই শুধু নয়, দক্ষিণ দমদমেও নাগেরবাজার থেকে দমদম স্টেশন পর্যন্ত অংশে রাস্তার বেহাল দশার আজও কোনও পরিবর্তন হল না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। যদিও পুরকর্তাদের একাংশের কথায়, ওই রাস্তা পূর্ত দফতরের অধীন। তাঁদের সঙ্গে কথাও হয়েছে। রাস্তা শীঘ্রই মেরামত করা হবে।

    দিন কয়েক আগেও দমদমের ইটলগাছা এলাকায় গিয়ে দেখা গেল, রাস্তা জলমগ্ন। ভাঙা রাস্তায় জল ঠেলে রিকশা, টোটো কিংবা মোটরবাইকে যাতায়াত করতে হিমশিম খেতে হচ্ছে বাসিন্দাদের। মোটরবাইক নিয়ে যাওয়ার সময়ে কোথায় গর্ত, বুঝতে না পেরে পড়েও গেলেন এক জন। স্থানীয়দের একাংশের কথায়, এমন দুর্ঘটনা প্রায়ই হচ্ছে। অভিযোগ, তাতেও প্রশাসনের তরফে কোনও তৎপরতা দেখা যাচ্ছে না।

    যদিও দমদম পুরসভা সূত্রের দাবি, পুজোর আগে থেকে রাস্তায় তাপ্পি দেওয়ার কাজ চলছে। ৫ থেকে ৭, ১ ও ১১ নম্বর ওয়ার্ড এলাকায় পি কে গুহ রোডে জল জমেছে। দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট জানান, সেই জল বার করার চেষ্টা চলছে। পূর্ত দফতরের আওতাধীন হলেও ওই রাস্তায় অস্থায়ী মেরামতের কাজ করার জন্য ইমারতি সামগ্রী আনা হয়েছে। দ্রুত সেই কাজ করা হবে।

    কার্যত একই ছবি দমদম স্টেশন থেকে নাগেরবাজার অংশের দমদম রোডে। পুজোর আগে পুরসভা জানিয়েছিল, দ্রুত ওই রাস্তা মেরামত করা হবে। কিন্তু পুজো শেষ হলেও রাস্তায় ন্যূনতম তাপ্পি মারার কাজও হয়নি। স্থানীয়দের একাংশের অভিযোগ, প্রতিদিন হাজার হাজার মানুষ ওই রাস্তা ব্যবহার করেন। সেই রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল হয়ে থাকলেও হুঁশ নেই প্রশাসনের। দক্ষিণ দমদমের চেয়ারম্যান পারিষদ (জল) মৃণ্ময় দাস জানান, পূর্ত দফতরের সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে। বৃষ্টির মরসুম শেষ হলেই ওই রাস্তায় কাজ করা হবে।
  • Link to this news (আনন্দবাজার)