পাড়া সমাধান কর্মসূচি: ৯০ শতাংশ বুথে পৌঁছোনোর দাবি রাজ্যের
আনন্দবাজার | ১৩ অক্টোবর ২০২৫
‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে অগ্রগতির দাবি করল রাজ্য সরকার। রবিবার বিবৃতি দিয়ে নবান্ন জানিয়েছে, ৩ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। তাতে মোট ৩১ হাজার ৭০০টি শিবির হওয়ার কথা। ইতিমধ্যেই ২৮ হাজার ২৯৯টি শিবির অনুষ্ঠিত হয়েছে। নজরে থাকা রাজ্যের সব বুথের ৯০ শতাংশ এলাকায় পৌঁছনো গিয়েছে বলে রাজ্য সরকারের দাবি।
নবান্ন ঘোষণা করেছিল, রাজ্যের ৮০ হাজার বুথে স্থানীয় পরিকাঠামো তৈরি বা সংস্কারের কাজে প্রায় ৮০ হাজার কোটি টাকা খরচ করা হবে। অর্থাৎ, এক-একটি বুথে ১০ লক্ষ টাকা করে বরাদ্দ থাকবে। তবে এখনও পর্যন্ত মোট কত টাকা এই কর্মসূচিতে বরাদ্দ করা হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।
সরকারের দাবি, এ পর্যন্ত ব্লকগুলি থেকে আসা প্রস্তাব অনুযায়ী প্রায় সাড়ে তিন লক্ষ প্রকল্প গৃহীত হয়েছে। ২.৮৪ লক্ষ প্রকল্পের অনুমোদন দেওয়া গিয়েছে। ১০ হাজার প্রকল্পে কাজের বরাত দিয়েছে নবান্ন। ১০০টি প্রকল্প ইতিমধ্যেই শেষ হয়েছে। একই সঙ্গে চলা ‘দুয়ারে সরকার’-এর শিবিরগুলি থেকে ৯৪.৭ লক্ষ আবেদনপত্র গ্রহণ করেছে রাজ্য। তার মধ্যে ৭৭.৪ লক্ষ আবেদন মঞ্জুর করা হয়েছে। উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতির কারণে সেখানে পাড়া সমাধান কর্মসূচি এবং ত্রাণ বিলির সঙ্গে নথিপত্র পুনরুদ্ধারের প্রক্রিয়াও চালানো হবে বলে জানিয়েছে নবান্ন।
রাজ্য সরকার দাবি করেছে, পাড়া সমাধান কর্মসূচিতে এখনও পর্যন্ত ২.২০ কোটি মানুষ অংশগ্রহণ করেছেন। সব থেকে বেশি শিবির হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। এর পরেই রয়েছে মুর্শিদাবাদ জেলা। সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যোগ দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলায়। এর পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান। রাস্তা, পথে আলো, নিকাশি, জল সরবরাহ সংক্রান্ত প্রকল্পগুলিতে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে বলে সরকারি সূত্রের দাবি।