উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য প্রকৃতি ধ্বংস এবং অবৈধ বিভিন্ন কারবারকে দায়ী করে ফের সরব হলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিপর্যয়ে দুর্গতদের পাশে দাঁড়াতে কাশীপুর-বেলগাছিয়ার বীরপাড়া এবং অরবিন্দ কলোনিতে সিপিএম কর্মীদের সঙ্গে নিয়ে রবিবার পথে নেমে ত্রাণ সংগ্রহ করেছেন বিমান। তার ফাঁকেই বর্ষীয়ান সিপিএম নেতা বলেছেন, “অবৈজ্ঞানিক ভাবে রিসর্ট তৈরি, অবৈধ পাথর-বালি খাদানের রমরমা, নদীর গতিপথ বদলে দেওয়ার ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।” এই সমস্ত অনিয়ম রুখতে প্রশাসনের কাছে কড়া পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। লাল রঙের বালতি হাতে স্থানীয় দোকানদার, বাজারের ক্রেতা-বিক্রেতা, পথচারী থেকে বাড়ি-বাড়ি গিয়ে সহায়তার আর্জি জানিয়েছেন বিমান। তাঁর সঙ্গে ছিলেন সিপিএম নেতা প্রতীপ দাশগুপ্ত, সৈকত ঘোষ, নমিতা দাস-সহ অন্যেরা। বিভাজনের রাজনীতির আবহে ত্রাণ সংগ্রহের মতো বিভিন্ন কাজের মধ্যে দিয়ে মানুষ যাতে মানুষের পাশে দাঁড়ান, সেই আহ্বানও জানিয়েছেন বিমান। সিপিএম নেতা-কর্মীরা এ দিন যাদবপুর সুপার মার্কেট, বাঘাযতীন, কসবা, বেহালার পোলার ফান বাজার, বেহালা, বেলেঘাটা, বালিগঞ্জ-সহ শহরের বিভিন্ন এলাকাতেই ত্রাণ সংগ্রহ করেছেন।