কল্পবিজ্ঞানের গল্পে কাজ করছেন অভিনেত্রী মুমতাজ সরকার। ছবির নাম ‘পয়লা বৈশাখ: আ জার্নি থ্রু টাইম’। এক বিজ্ঞানীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। গল্পটি টাইম লুপকে কেন্দ্র করে। অর্থাৎ একই সময়ে ফিরে আসা বারবার। চিত্রনাট্য অনুযায়ী, সদ্য চাকরি পাওয়া ইন্দ্র জামাইবাবু রণজিৎ ও বন্ধু অনির্বাণের সঙ্গে পার্টি করছিল। পার্টির পরেই ঘটে এক অতিপ্রাকৃতিক ঘটনা। সময়ের চাকায় আটকে যায় সে। ইন্দ্রের জীবনে ঘুরে ফিরে আসে একটি নির্দিষ্ট দিন— পয়লা বৈশাখ। এমন পরিস্থিতিতেই ইন্দ্রের দেখা হয় নার্গিসের সঙ্গে। সে একজন বিজ্ঞানী। ঘটনাচক্রে সে নিজেও আটকে পড়েছে একটি নির্দিষ্ট দিনে। কীভাবে রহস্যের সমাধান করবে দু’জনে? তা নিয়েই এগিয়েছে চিত্রনাট্য। ছবিতে নার্গিসের ভূমিকায় রয়েছেন মুমতাজ। ইন্দ্রের চরিত্রে নবাগত অভিনেতা স্নেহম। এছাড়া শান্তিলাল মুখোপাধ্যায়, শুভস্মিতা মুখোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় প্রমুখ অভিনয় করছেন। পরিচালনার দায়িত্বে অর্ক দাশগুপ্ত। তাঁর কথায়, ‘অতিপ্রাকৃতিক ঘটনাকে ত্রিকোণ প্রেমের আঙ্গিকে দেখানো হচ্ছে এই ছবিতে। নতুন প্রজন্মের আবেগ, যুক্তিগত চিন্তাভাবনা সবটাই থাকছে। আশা করি, দর্শকের এই বিষয় ভাবনা ভালো লাগবে।’