• ৭ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশী দাদুর বিরুদ্ধে, কুলতলিতে শোরগোল
    এই সময় | ১৩ অক্টোবর ২০২৫
  • প্রতিবেশীর বাড়িতে খেলার জন্য গিয়েছিল বছর সাতেকের নাবালিকা। আর সেই সময়েই তাকে ওই বাড়ির বাসিন্দা এক বৃদ্ধ যৌন হেনস্থ করে বলে অভিযোগ করেছে নাবালিকার পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকায়। রবিবারই এই ঘটনার প্রেক্ষিতে প্রবীণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার মূল অভিযুক্ত। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে যখন তোলপাড় রাজ্য, সেই সময়ে এই ঘটনায় কুলতলিতে শোরগোল ফেলেছে। প্রবীণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন স্থানীয়রা।

    পরিবার সূত্রে খবর, শনিবার প্রতিবেশী দাদুর বাড়িতে খেলা করছিল বছর সাতেকের ওই নাবালিকা। অভিযোগ, সেই সময়ে তাকে যৌন নির্যাতন করা হয়। এও অভিযোগ, নাবালিকা যাতে কাউকে কিছু না বলে, সে জন্য তাকে ভয় দেখান ওই প্রবীণ। কিন্তু বাড়ি ফেরার পরে নাবালিকা অসুস্থ হয়ে পড়েছিল। সেই সময়েই তার মা ও ঠাকুমা তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানতে পারেন। তার পরে পরিবারের তরফে কুলতলি থানায় অভিযোগ দায়ের করা হয় ৷

    এই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তের বিরুদ্ধে পরসো আইনে মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়। পাশাপাশি আদালতে তার গোপন জবানবন্দি নেওয়ার আবেদনও করেছেন তদন্তকারী অফিসার।

  • Link to this news (এই সময়)