• কসবা ল’ কলেজে গণধর্ষণের মামলায় প্রথম জামিন, ৪ মাস পরে জেলমুক্তি নিরাপত্তারক্ষীর
    এই সময় | ১৩ অক্টোবর ২০২৫
  • কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের মামলায় জামিন পেলেন সেখানকার নিরাপত্তারক্ষী। প্রায় চার মাস পরে জামিন পেলেন ল’ কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়। সোমবার আলিপুর আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে। এখনও জেলবন্দি মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জ়াইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়।

    গত ২৫ জুনের ঘটনা। কসবার এক সরকারি আইন কলেজে এক পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ২৭ জুন কসবা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এর পরেই ওই কলেজের প্রাক্তনী এবং সেই সময়ে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কলেজে কর্মরত মনোজিৎ মিশ্র ও তাঁর দুই শাগরেদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় সিকিউরিটি গার্ড পিনাকীকেও।

    অভিযোগ, ঘটনার দিন কলেজের মেন গেট আটকে ওই ছাত্রীকে সিকিউরিটি গার্ডের ঘরে হকি স্টিক দিয়ে মারধর করা হয়। সেই সময়ে তাঁর মাথাতে আঘাত লাগে। অভিযোগ ওঠে, পিনাকী সে সময়ে ডিউটিতে ছিলেন। সব কিছু দেখেও নির্যাতিতাকে তিনি কোনও ভাবে বাঁচানোর চেষ্টা করেননি। এর পরেই তদন্তকারীদের স্ক্যানারে উঠে আসেন তিনি। গ্রেপ্তারও হন।

    যদিও পিনাকীর আইনজীবী আদালতে দাবি করেন, তাঁর মক্কেল একজন মাস মাইনে করা কর্মী। তাঁকে এ ভাবে আটকে রাখার অর্থ নেই। প্রশ্ন উঠেছে, পিনাকী যখন জানতেন, সে দিন ওই ঘরে কী ঘটেছে, কেন তিনি পরে কাউকে তা জানালেন না? কেন থানায় যোগাযোগ করলেন না? তা হলে কি তিনি এই ধরনের ঘটনা দেখতে অভ্যস্ত? তবে এই সমস্ত প্রশ্নের উত্তর এখনও সামনে আসেনি। তবে মনোজিৎ ও তাঁর গ্যাং যে কলেজে দাপিয়ে বেড়াতেন এক সময়ে, তার বহু অভিযোগ এই ঘটনার পরে সামনে আসে। সেই মামলায় এ বার প্রথম জামিন। জামিন পেলেন নিরাপত্তারক্ষী।

  • Link to this news (এই সময়)