• দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় ৫ অভিযুক্তই গ্রেপ্তার
    এই সময় | ১৩ অক্টোবর ২০২৫
  • দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। সবমিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। গত শুক্রবার এই ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধেই প্রাথমিক ভাবে অভিযোগ দায়ের করা হয়েছিল। ধৃতদের একজন দুর্গাপুর পুরসভার বিদ্যুৎ বিভাগের অস্থায়ী কর্মী। এখনও আটক অভিযোগকারী তরুণীর বন্ধু ওই মেডিক্যাল কলেজের অন্য এক পড়ুয়া।

    সোমবারও এই ঘটনায় রীতিমতো সরগরম দুর্গাপুর। গণধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর প্রশ্ন তুলে বিক্ষোভ দেখায় বিজেপি। এ দিনই অভিযোগকারী তরুণীর বাবার সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা না বলা নিয়ে তিনি সরব হন। যদিও পশ্চিম বর্ধমান তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, এই অভিযোগ সামনে আসার পরে প্রথম দিন থেকেই রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

    অন্যদিকে, উত্তরবঙ্গ যাওয়ার আগে দুর্গাপুরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কোনও অভিযুক্তকে রেয়াত করা হবে না। পুলিশকে সেই অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে। যদিও নির্যাতিতার বাবা জানিয়েছেন, তিনি মেয়েকে আর বাংলায় রাখতে নারাজ।

    উল্লেখ্য, গত শুক্রবার রাত ৯টা নাগাদ এক সহপাঠীর সঙ্গে বাইরে বেরিয়েছিলেন ওই তরুণী। অভিযোগ, সেই সময়েই তাঁকে স্থানীয় জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। রবিবার তাঁর বাবা জানান, মেয়ে এখনও শয্যাশায়ী।

  • Link to this news (এই সময়)