বেড়াতে নিয়ে যাওয়ার অছিলায় ১৪ মাসের শিশুকে ধর্ষণ করে খুন, ত্রিপুরায় ভয়ঙ্কর কাণ্ড
আজকাল | ১৩ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বীভৎস লালসা। রবিবার, উত্তর ত্রিপুরার পানিসাগর এলাকায় ১৪ মাস বয়সি এক শিশুকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তকে অসমের নীলামবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম জয়নাল উদ্দিন (৪৪), তাঁর বাড়ি পানিসাগর মহকুমার উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েতে।
শিউরে ওঠা এই ঘটনা ঘটেছে গত শনিবার (১১ অক্টোবর, ২০২৫)। ধর্ষণের পর ওই শিশুটিকে মেরে এলাকার একটি ধানক্ষেতে পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছেন পানিসাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকর্তা সুমন্ত ভট্টাচার্য্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেড়াতে যাওয়ার নাম করে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে তার মায়ের কাছ থেকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তিন ঘন্টা পরেও যখন শিশুটিকে ফেরৎ দেওয়া হয়নি তখন বাবা-মা -সহ পরিবারের সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েন। শুরু হয় বাড়ির মেয়েকে খোঁজার পালা। তাতেও লাভ হয়নি। মাত্র ১৪ মাসের কন্যা সন্তান না পাওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শত শত গ্রামবাসী শিশুটিকে খুঁজতে শুরু করেন বলে জানিয়েছেন পানিসাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকর্তা সুমন্ত ভট্টাচার্য্য।
গ্রামবাসীদের হন্যে হয়ে খোঁজাখুজির পর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে তদন্তে নেমে বাড়ির পিছনের প্রায় ১০০ থেকে ১৫০ মিটার দূরের জমিতে তল্লাশি চালিয়ে শিশুটির নিথর দেহ মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।। পানিসাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকর্তা সুমন্ত ভট্টাচার্য্য বলেছেন, "শিশুটির মৃতদেহ একটি ধানক্ষেতে পুঁতে রাখা অবস্থায় পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের পর রবিবারই দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"
ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত জয়নাল উদ্দিন। রবিবার দুপুরে অভিযুক্তকে অসমের শ্রীভূমি জেলার নিলাম বাজার বাটাইয়া এলাকা থেকে আটক করে অসম পুলিশ। এদিকে পানিসাগর থানার এক বিশেষ পুলিশ দল অসমের নিলাম বাজারের উদ্দেশ্যে রওনা দেন অভিযুক্তকে ত্রিপুরায় নিয়ে আসার জন্য।
পুলিশ জানিয়েছে, এই ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে সোমবার আদালতে পেশ করা হবে। পানিসাগর মহকুমা পুলিশ অধিকারীক রাহুল বালহেরা জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ রুজু হয়েছে।