‘আয় বন্ধ হয়ে গিয়েছে’, পেটের দায়ে রাজনীতি ছাড়তে চান কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী, ফিরে যাবেন পুরনো পেশায়...
আজকাল | ১৩ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পেটের জ্বালা, বড় জ্বালা। আর্থিক সঙ্কটের কারণে মানুষ যা খুশি করতে পারেন। কিন্তু তাই বলে একজন কেন্দ্রীয় মন্ত্রী আর্থক সঙ্কটে ভুগছেন! শুনেও অবাক হতে হয়। কিন্তু, এমনটাই তাঁর সঙ্গে হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপী।
আর্থিক সঙ্কটের কথা উল্লেখ করে সুরেশ রাজনীতি থেকে সরে এসে অভিনয় জীবনে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, কেরালার কান্নুরে এক অনুষ্ঠানে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া এই অভিনেতা বলেন যে মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর আয় উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। তিনি বলেন, “আমি সত্যিই অভিনয় চালিয়ে যেতে চাই। আমার আরও বেশি উপার্জন করা দরকার; আমার আয় এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।”
মন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পর তাঁর উত্তরসূরির নামও জানিয়েছেন গোপী। তিনি রাজ্যসভার সাংসদ সদানন্দন মাস্টারকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নিযুক্ত করার প্রস্তাব করেছেন। তিনি আরও যোগ করেন, সদানন্দ তাঁর দলের সবচেয়ে কম বয়সী সদস্য।
তিনি বলেন, “আমি কখনও মন্ত্রী হওয়ার ইচ্ছে কখনও প্রকাশ করিনি। নির্বাচনের একদিন আগে, আমি সাংবাদিকদের বলেছিলাম যে আমি মন্ত্রী হতে চাই না, আমি আমার সিনেমায় কাজ চালিয়ে যেতে চাই।”
মালায়ালাম চলচ্চিত্র জগতের দীর্ঘদিনের অভিনেতা গোপী হলেন কেরল থেকে বিজেপির প্রথম লোকসভা সাংসদ। রাজ্যসভার সাংসদ সি সদানন্দন মাস্টারের সাংসদ কার্যালয় উদ্বোধনের পর কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী এবং পর্যটনমন্ত্রী বলেন, “আমি ২০০৮ সালের অক্টোবরে দলের সদস্যপদ গ্রহণ করি। কেরল থেকে জনগণের দ্বারা নির্বাচিত প্রথম সাংসদ আমি এবং দল অনুভব করেছিল যে আমাকে মন্ত্রী করা তাদের প্রয়োজন।”
গোপী অতীতেও বলেছিলেন যে তিনি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী (পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, পর্যটন) পদ থেকে পদত্যাগ করতে চান। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন, তাঁর অভিনয়ের প্রতি ঝোঁক এবং বিভিন্ন চলচ্চিত্র প্রকল্পের জন্য পূর্ব প্রতিশ্রুতির কথা।
অভিনেতা তথা রাজনীতিবিদ হওয়া এই অভিনেতা ২০১৬ সালে বিজেপিতে যোগ দেন এবং শিল্পকলায় অবদানের জন্য একই বছর রাজ্যসভায় মনোনীত হন। ২০১৯ এবং ২০২১ সালে তিনি কেরলে যথাক্রমে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু, দু’টি নির্বাচনেই হেরে যান। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে, তিনি ত্রিশূর আসনে জয়ী হন। সিপিআইয়ের ভিএস সুনীল কুমারকে ৭৪ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন। এই বছরের শুরুতে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কান্নুরের বিজেপির প্রবীণ নেতা সদানন্দন মাস্টারকে রাজ্যসভায় মনোনীত করেছিলেন।
গোপী মূলত মালায়ালাম সিনেমায় কাজ করেন এবং কিছু তামিল, তেলেগু, কন্নড় এবং বলিউড ছবিতেও অভিনয় করেছেন। ১৯৬৫ সালের ওদায়িল নিন্নু ছবিতে শিশুশিল্পী হিসেবে এবং ১৯৮৬ সালে প্রাপ্তবয়স্ক হিসেবে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিষেক ঘটে। এরপর থেকে তিনি ২৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। ১৯৯৮ সালে, তিনি কালিয়াত্তম ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেরা অভিনেতার জন্য কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন।