একদিনে ১,৬০,০৪০ টাকা জরিমানা আদায়! রেলের বিশেষ নজরদারির জের
বর্তমান | ১৩ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মালদহ: উৎসবের মরশুমে বিশেষ অভিযান চালিয়ে একদিনে ১,৬০,০৪০ টাকা জরিমানা আদায় করল রেল। রবিবার পূর্ব রেলের মালদহ ডিভিশনের তরফে এক বিশেষ অভিযান চালানো হয়। রেলসূত্রে খবর, ১৩৪৩৪ অমৃত ভারত এক্সপ্রেস ও ১৩০৫৩ কুলিক এক্সপ্রেসে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চালানো হয় মালদহ টাউন থেকে রামপুরহাট সেকশনের মধ্যে।পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, মালদহের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের নেতৃত্বে এই বিশেষ অভিযান চলে। যেখানে মোট ১৫৭ টি টিকিটের অনিয়ম ধরা পড়ে। আগামী দিনেও এই অভিযোগ জারি থাকবে বলে জানিয়েছে রেল।