হরিণ মেরে মাংস বিক্রির চেষ্টা, বন দফতরের হাতে গ্রেফতার যুবক
বর্তমান | ১৩ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: হরিণ মেরে মাংস বিক্রি করতে গিয়ে। বন দফতরের হাতে গ্রেফতার এক যুবক। সোমবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির চাটুয়া বস্তি এলাকায়। জলপাইগুড়ি বন বিভাগের এডিএফও জয়ন্ত মণ্ডল বলেন, “অভিযুক্তর নাম আমন ওঁরাও। তার বিরুদ্ধে এর আগেও বনের কাঠ চুরির অভিযোগ রয়েছে। রবিবার গোপন সূত্রে খবর আসে অভিযুক্ত হরিণ মেরে মাংস কেটে বিক্রির চেষ্টা করছিল। সেই খবর পেয়ে চলে অভিযান। এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়ে তদন্ত চলছে।” সোমবার অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।