• বামনডাঙায় ভেসে গিয়েছে দু’বছরের শিশুকন্যা! মেয়েকে হারিয়ে শোকে পাথর মা
    বর্তমান | ১৩ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিয়ের চার বছর পর ঘর আলো করে এসেছিল ফুটফুটে কন্যা সন্তান। গোটা পরিবারে জোয়ার এসেছিল খুশির। কিন্তু বন্যা কেড়ে নিল যাবতীয় আনন্দ! ছোট্ট মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে গ্রাম ছেড়ে বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন পাড়ি দিয়েছিলেন সদ্য বাবা হওয়া যুবক। কালীপুজোর পর বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই সব ছারখার হয়ে গেল। বন্যায় ভেসে গেল দুমাসের কন্যা সন্তান। অনেকে চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারেননি নাগরাকাটার বামনডাঙ্গা মডেল ভিলেজের বাসিন্দা আলিশা কেওয়ার। তাঁর চোখের সামনে ভেসে গিয়েছে একরত্তি মেয়ে। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন ২৫ বছরের আলিশা কেওয়ার। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
  • Link to this news (বর্তমান)