দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে পুলিশের জালে আরও দুই, মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে ৫
বর্তমান | ১৩ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণকাণ্ডে পুলিশের জালে আরও দুই। ফলে এই ঘটনায় মোট ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। নির্যাতিতা তাঁর বয়ানে পাঁচ জনেরই যুক্ত থাকার কথা জানিয়েছিল। বিশেষ বিষয় হল, গণধর্ষণ কাণ্ডে আগেই তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপরই গ্রেফতার করা হয়েছে শেখ নাসিরুদ্দীন ওরফে সম্রাট ও শেখ শফিককে। অভিযুক্তদের এদিন দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। এপ্রসঙ্গে এসিপি সুবীর রায় বলেন, “পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। প্রত্যেককে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।”