• দোষীরা কড়া শাস্তি পাবেই, জানালেন মর্মাহত মমতা
    দৈনিক স্টেটসম্যান | ১৩ অক্টোবর ২০২৫
  • দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় দুঃখ প্রকাশ করে জড়িতদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এই ঘটনায় প্রথমবার মুখ খোলেন মমতা। দুর্গাপুরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মমতার মতে, বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়াদের দেখাশোনার দায়িত্ব কলেজের উপরেই বর্তায়। সেক্ষেত্রে অত রাতে কলেজের পড়ুয়া হস্টেল বা কলেজের বাইরে বেরোলে তা দেখার দায়িত্ব ওই বেসরকারি কলেজের ছিল বলে জানান মুখ্যমন্ত্রী।

    দুর্গাপুরের ঘটনার প্রসঙ্গ উঠতেই মমতা মনে করিয়ে দেখে কয়েকদিন আগে ওড়িশার সমুদ্রসৈকতে ৩ জনের ধর্ষণের ঘটনার কথা। মুখ্যমন্ত্রী জানান, ওই ঘটনায় ওড়িশা সরকার বিশেষ কোনও পদক্ষেপ নেয়নি। কিন্তু পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের যে কোনও ঘটনাকে সব সময় গুরুত্ব দিয়ে দেখা হয়। দুর্গাপুরের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। জড়িতরা কড়া শাস্তি পাবে বলে আশ্বস্ত করেছেন মমতা। তিনি জানান, নারী নির্যাতনের ঘটনায় বাংলা জিরো টলারেন্স নীতি নিয়ে এগোয়। দুর্গাপুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। একেবারেই সমর্থনযোগ্য নয়। তবে অত রাতে কলেজের পড়ুয়া কোথায় যাচ্ছেন তা দেখার ও তাঁকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের উপরেই বর্তায়। কারণ পুলিশের পক্ষে কে কখন কোথায় যাচ্ছে তা দেখা সম্ভব নয়। তাই বেসরকারি কলেজের নিরাপত্তা আরও বাড়ানো উচিত বলে মনে করেন তিনি।

    গত বছর আগস্ট মাসে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে সরব হয়েছিল দেশবাসী। তারপর থেকে নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রথম থেকেই মমতার দাবি ছিল, দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করলে এই ধরনের ঘটনা কমানো সম্ভব হবে। সেই মতো বর্তমানে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘটনায় ২–৩ মাসের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করে রাজ্য পুলিশ। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, নারী নির্যাতনের ঘটনায় নিম্ন আদালতও দোষীদের ফাঁসির সাজা দেয়।

    বিজেপি রাজ্যগুলির বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা আরও জানান, বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতনের ঘটনা তেমন গুরুত্ব পায় না। সেই সব এলাকায় ধর্ষিতা আদালতে যাওয়ার আগেই রাস্তায় জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের কোনও ঘটনাই সমর্থনযোগ্য নয়। দোষীদের কোনওভাবেই রেয়াত করা হবে না।

    উল্লেখ্য, শুক্রবার রাতে দুর্গাপুরের শোভাপুর এলাকায় একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী তাঁর এক সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন। সেই সময় কলেজের অদূরে কয়েকজন যুবক ওই তরুণীকে প্রথমে হেনস্থা করেন। তারপর টেনে হিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করা হয়। এই ঘটনার তদন্তে নেমে তরুণীর সহপাঠীকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তদের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সহপাঠীকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)