• শিয়রে নির্বাচন! সোমবার বিহারে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি
    প্রতিদিন | ১৩ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোটের জট মিটিয়ে অবশেষে প্রার্থী ঘোষণা করতে চলেছে বিজেপি। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল জানিয়েছেন, সোমবার বিকেলে সেই তালিকা প্রকাশ করা হবে।

    আগেই জানা গিয়েছিল, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ও জেডিইউ সমান সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। দুই দলই ১০১টি করে আসনে প্রার্থী দেবে। রবিবার এই আসনরফা ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দিলীপ বললেন, “আমি শুরু থেকেই বলেছি, আমরা পঞ্চ পাণ্ডব ঐক্যবদ্ধভাবে বিহারের নির্বাচনে লড়ব।”

    জয়সওয়াল দাবি করেছেন, জিতনরাম মাঝির দল হিন্দুস্তানি আওয়াম মোর্চা এনডিএ-র সঙ্গেই রয়েছে। বিহারের মন্ত্রী এবং বিজেপি নেতা নীতিন নবীন বলেছেন, এনডিএ সঠিক সময়ে আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, বিজেপির নেতৃত্বাধীন জোট ২৪৩ সদস্যের বিধানসভায় ২০০ টিরও বেশি আসন পাবে।

    আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, ১০১টি করে আসনে লড়বে বিজেপি এবং জেডিইউ। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের এলজেপি পাবে ২৯টি আসন। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝির রাষ্ট্রীয় লোক মোর্চা লড়বে ৬টি আসনে। একই সংখ্যক আসনে প্রার্থী দেবে হিন্দুস্তানি আওয়াম মোর্চাও।

    যদিও বিহারের বিধানসভা নির্বাচনে আসনবণ্টন নিয়ে এনডিএর মধ্যে বিতণ্ডা কিছু কম হয়নি। বিজেপি-র তুলনায় অন্তত একটি আসনেও বেশি লড়ার দাবি জানান নীতীশ। যদিও সেই বিতণ্ডা পিছনে ফেলে এবার সমান আসনেই লড়ছে দুই দল।
  • Link to this news (প্রতিদিন)