• ৬৫ প্রার্থীর দ্বিতীয় তালিকা প্রকাশ জন সুরজের, কেন ‘ঐতিহাসিক’ বলছেন পিকে?
    প্রতিদিন | ১৩ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৪ দিনের ব্যবধানে বিহারে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি। সোমবার দ্বিতীয় দফায় ৬৫জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সবমিলিয়ে ২৪৩ আসনের বিহার বিধানসভায় ১১৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিল পিকের দল। এদিন সাংবাদিক বৈঠকে দলের প্রার্থী তালিকাকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন প্রশান্ত কিশোর।

    এদিন প্রশান্ত কিশোর বলেন, “আমরা আগেই জানিয়েছিলাম সমাজে যে সম্প্রদায়ের আধিক্য বেশি তাঁদেরই বেশি করে সুযোগ দেওয়া হবে। বিহারে পিছিয়ে পড়া সম্প্রদায়ের সংখ্যা সবচেয়ে বেশি। ফলে এখনও পর্যন্ত বিহারের এক-তৃতীয়াংশ আসনে তাঁদেরই প্রার্থী করা হয়েছে।” প্রশান্ত কিশোর বলেন, “আজ দ্বিতীয় প্রার্থী তালিকায় আমরা ৬৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছি। বিহারের ইতিহাসে এই প্রথমবার এত বেশি পরিমাণে তপশিলি জাতি ও উপজাতির মানুষকে প্রার্থী করা হল।” প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে, ৬৫ জন প্রার্থীর মধ্যে ২০ জন সংরক্ষিত আসনে (১৯ তপশিলি জাতি ও একটি তপশিলি উপজাতি) লড়বেন। অন্যান্য আসনগুলির মধ্যে ১০টি করে মোট ২০টি আসন তপশিলি জাতি-উপজাতিকে দেওয়া হয়েছে। এবং ১৪টি আসনে সংখ্যালঘু প্রার্থীকে টিকিট দিয়েছে জন সুরজ।

    উল্লেখ্য, কমিশনের ঘোষণা অনুযায়ী বিহারে এবার বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফার ভোট ৬ নভেম্বর ও দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ভোট গণনা হবে ১৪ নভেম্বর। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বরের মধ্যে। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গে তৎপরতা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। এই পরিস্থিতিতেই গত ৯ অক্টোবর প্রথম দফায় দলের প্রার্থী তালিকা ঘোষণা করে পিকের দল। যেখানে বিহার ক্যাডারের প্রাক্তন আইপিএস আধিকারিক আরকে মিশ্র, দলের সিনিয়র নেতা ওয়াইবি গিরিকে প্রার্থী করা হয়। পিকে নিজেও এবার বিহারে প্রার্থী হবেন বলে ঘোষণা করেছেন। তবে তাঁর আসনের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, রঘুপুরের মতো হাইপ্রোফাইল আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। যেখান থেকে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন লালুপুত্র তেজস্বী যাদব। বিহারের এবার ২৪৩টি আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে জন সুরজ।
  • Link to this news (প্রতিদিন)