• গোমতীর প্রাণ ফেরাতে যোগীর ‘রিভাইভাল মিশন’, নদী রক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ
    প্রতিদিন | ১৩ অক্টোবর ২০২৫
  • হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি ‘গোমতী রিভাইভাল মিশন’-এর সূচনা করলেন। এই মিশন গোমতী নদীকে পরিচ্ছন্ন ও বিশুদ্ধ রূপে ফিরিয়ে আনার এক ঐতিহাসিক পদক্ষেপ। তিনি বলেন, গোমতী শুধু একটি নদী নয়, এটি ভারতীয়দের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এই উদ্যোগ পরিবেশ এবং সাংস্কৃতিক চেতনা—উভয়ের পুনরুজ্জীবনে সহায়ক হবে।

    মুখ্যমন্ত্রী মিশনটির বিস্তারিত কর্মপরিকল্পনা পর্যালোচনা করেছেন। তিনি জানান, এটি যেন শুধু প্রশাসনিক স্তরে সীমাবদ্ধ না থাকে, বরং সাধারণ মানুষও যেন এ কাজে এগিয়ে আসেন। সমাজের প্রতিটি স্তরের মানুষের অংশগ্রহণ আশা করেন তিনি।

    এদিন সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন যোগী। গোমতী নদীর তীরে থাকা বেআইনি দখলগুলি চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। পিলভিট থেকে গাজিপুর পর্যন্ত পুরো নদীপথ পরিষ্কার ও আদিরূপে ফেরানো এই মিশনের লক্ষ্য।
    ৩৯টি প্রধান নালার মধ্যে ১৩টি নালার জল এখনও অশোধিত অবস্থায় গোমতী নদীতে এসে পড়ে। এর জন্য নতুন স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP) তৈরি এবং পুরনো প্ল্যান্টের আধুনিকীকরণের উপর জোর দেন যোগী।

    গোমতী টাস্ক ফোর্স ইতিমধ্যেই কাজ শুরু করেছে। ৭০ হাজারেরও বেশি নাগরিককে এই কাজে যুক্ত করা হয়েছে। এই টাস্ক ফোর্স এক হাজার টনেরও বেশি জলজ আগাছা অপসারণ করেছে। বহু সচেতনতামূলক প্রচার চালিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সরকার ও সমাজ একসঙ্গে কাজ করলেই গোমতী তার প্রাকৃতিক শুদ্ধতা ফিরে পাবে। প্রতি মাসে টাস্ক ফোর্সের কাজ পর্যালোচনা করা হবে তিনি জানান।
  • Link to this news (প্রতিদিন)