এবার গার্ডেনরিচে ধর্ষণ! অন্তঃসত্ত্বা নাবালিকা, গ্রেপ্তার মূল অভিযুক্ত
প্রতিদিন | ১৩ অক্টোবর ২০২৫
অর্ণব আইচ: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ খাস কলকাতা শহরে। অভিযোগ, ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই নির্যাতিতা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচ এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে মূল অভিযুক্ত কুতুবউদ্দিন শাহকে গ্রেপ্তার করেছে স্থানীয় দক্ষিণ বন্দর থানার পুলিশ। পকসো-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই ঘটনা তা জানতে দফায় দফায় ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দুর্গাপুরের ঘটনায় উত্তাল বাংলা। এর মধ্যেই ফের ধর্ষণের ঘটনা শহরে।
পুলিশ সূত্রে খবর, গত ২৮ সেপ্টেম্বর নাবালিকার পরিবারের তরফে দক্ষিণ বন্দর থানায় অভিযোগ জানানো হয়। একবার নয়, একাধিক জায়গায় একাধিকবার নানা অছিলায় ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, বারবার ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই নির্যাতিতা। তদন্তে নামে পুলিশ। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে মূল অভিযুক্ত কুতুবউদ্দিন শাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাবালিকার সঙ্গে অভিযুক্তের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত শুক্রবার, ১০ অক্টোবর দুর্গাপুরের পরাণগঞ্জে বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। রাত ৮টা নাগাদ বন্ধুর সঙ্গে খাবার কিনতে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন ওড়িশার বাসিন্দা ওই ছাত্রী। তখনই তিনি নির্যাতনের শিকার হন বলে জানা যায়। যা নিয়ে উত্তাল শহর। এর মধ্যেই ফের ধর্ষণের অভিযোগ।